প্রবেশগম্যতা সেটিংস

Gulf Guide Chapter 4: Workers Salary
Gulf Guide Chapter 4: Workers Salary

Illustration: Marcelle Louw for GIJN

রিসোর্স

» গাইড

অধ্যায় ৪: দরকারি পাঠ

আর্টিকেলটি পড়ুন এই ভাষায়:

মেনা অঞ্চলে (মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা) মানব পাচার, বলপূর্বক শ্রম ও অবৈধ অভিবাসন-সংক্রান্ত ইস্যুগুলো বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্যসূত্র আমরা নিচে উল্লেখ করছি।

মানবাধিকার-সংক্রান্ত রিপোর্টিং ও সংবাদ

হিউম্যান রাইটস ওয়াচ: ২০০০ সালের পর থেকে মেনা অঞ্চলে অভিবাসী ও গৃহস্থালি কাজে নিয়োজিত শ্রমিকদের অবস্থা নিয়ে কয়েকটি ভাষায় প্রতিবেদন প্রকাশ করে আসছে হিউম্যান রাইটস ওয়াচ। এগুলোতে শ্রমিকদের অনেক বিস্তারিত সাক্ষাৎকার এবং বিভিন্ন নিয়মনীতির বিশ্লেষণ থাকে। তাদের ওয়েবসাইটে সাম্প্রতিক সব খবর নিয়েও বিবৃতি দেওয়া হয়। 

গুরুত্বপূর্ণ প্রতিবেদন

রোবটের মতো কাজ: ওমান ও আরব আমিরাতে তানজানিয়ান গৃহকর্মীদের হয়রানি

সুরক্ষাহীন: কীভাবে লেবাননের বিচারিক ব্যবস্থা অভিবাসী গৃহকর্মীদের নিরাশ করছে

আমি যেন মানুষ নই: সৌদি আরবে এশিয়ান গৃহকর্মীদের হয়রানি

আমি তোমাকে কিনে নিয়েছি: আরব আমিরাতে নারী অভিবাসী গৃহকর্মীদের শোষণ ও হয়রানি

Gulf Guide - construction workers

ইলাস্ট্রেশন: জিআইজেএন-এর জন্য মার্সেল লো

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল: মেনা অঞ্চলে শ্রমিকদের পরিস্থিতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে অ্যামনেস্টি; বিশেষভাবে কাতারে নির্মাণশ্রমিকদের নিয়ে। মানব পাচার ও অভিবাসন ইস্যুতেও সাম্প্রতিক সব খবর ও মন্তব্য প্রতিবেদন প্রকাশ করে তারা। 

গুরুত্বপূর্ণ প্রতিবেদন

সুন্দর খেলার অসুন্দর দিক: কাতার ২০২২ বিশ্বকাপ স্টেডিয়াম নির্মাণে অভিবাসী শ্রমিকদের শোষণ

শুধু ঘুমের সময়টাই আমার বিরতি: কাতারে গৃহকর্মীদের শোষণ

মাইগ্র্যান্ট-রাইটস ডট ওআরজি: জিসিসিভুক্ত দেশগুলোতে মানব পাচার ও বলপূর্বক শ্রম ইস্যুতে নিয়মিত ইন-ডেপথ কাভারেজ পাওয়া যায় এখানে। 

গুরুত্বপূর্ণ প্রতিবেদন

ব্যবসা হিসেবে কাফালা; ক্যারিয়ার হিসেবে কাফিল

আপনি কি একজন মানব পাচারকারী?

কাফালা ব্যবস্থা: আধুনিক উন্নয়নের পথে বাধা হিসেবে দাঁড়ানো এক সেকেলে আইন

সরকারি ও বেসরকারি গবেষণা

ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন: মেনা অঞ্চলে অভিবাসী শ্রমিকদের ওপর প্রভাব ফেলা আইনি নিয়মনীতি নিয়ে গভীর বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করে আইএলও। বিভিন্ন দেশের মধ্যে তুলনা এবং অভিবাসন নিয়ে তাদের নতুন বহুভাষিক শব্দকোষটি বিশেষভাবে উপকারী। 

মানবপাচার-সংক্রান্ত মার্কিন প্রতিবেদন: বিশ্বের বিভিন্ন দেশ পাচার রোধে কী ধরনের পদক্ষেপ নিচ্ছে, তার বিস্তারিত বিশ্লেষণ ও রেটিং পাবেন বার্ষিক এই প্রতিবেদনগুলোতে। 

গুরুত্বপূর্ণ প্রতিবেদন

এশীয়-আরব স্টেট করিডরে স্বল্প-দক্ষ অভিবাসী শ্রমিক নিয়োগের ভবিষ্যৎ

বিচ্ছিন্ন থেকেও সহযোগিতা: লেবানন, জর্ডান ও কুয়েতে অভিবাসী গৃহকর্মীদের পরিস্থিতি

প্রতারিত ও ফাঁদবন্দি: মধ্যপ্রাচ্যে মানব পাচার 

গবেষণা ও একাডেমিয়া

জিএলএমএম: গাল্ফ লেবার মার্কেটস অ্যান্ড মাইগ্রেশনের প্রতিবেদনগুলো তৈরি করেন জিসিসি অঞ্চলে অভিবাসন নিয়ে কাজ করা বেশ কয়েকজন একাডেমিক। তাঁদের গবেষণাপত্রগুলোতে আইনি কাঠামো সম্পর্কে স্বচ্ছ ধারণা পাওয়া যায়।

গুরুত্বপূর্ণ প্রতিবেদন

উপসাগরীয় অঞ্চলে অবৈধ অভিবাসন পরিস্থিতি

জিসিসি দেশগুলোতে মজুরি সুরক্ষাসংক্রান্ত ব্যবস্থা ও প্রকল্প

অভিবাসন নিয়ে সংযুক্ত আরব আমিরাতের আইনি কাঠামো

অ্যাগ্রিগেটেড ডেটা দিয়ে উপসাগরীয় অঞ্চলের আর্থসামাজিক বাস্তবতা বুঝতে চাওয়ার বিপদ

মাইগ্রেশন পলিসি ইনস্টিটিউট: মেনা অঞ্চলে অভিবাসন নিয়ে বেশ কয়েক বছরের প্রতিবেদন পাবেন এখানে। পাবেন নিয়োগ থেকে শুরু করে শ্রমসংক্রান্ত সংস্কারের মতো বিষয়ে আলোচনাও।

গুরুত্বপূর্ণ প্রতিবেদন

উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে কেনিয়ার অভিবাসী: অর্থনৈতিক স্বার্থ ও শ্রমিক সুরক্ষার মধ্যে ভারসাম্য

বই ও উপন্যাস

নিচের বইগুলো লিখেছেন মূলত অভিবাসীরা এবং যেখানে জিসিসিভুক্ত দেশগুলোতে অভিবাসীদের জীবনযাত্রা প্রচ্ছন্নভাবে উঠে এসেছে। তালিকায় একাধিক ফিকশনও আছে। সাংবাদিকদের কাছে হয়তো এগুলো প্রথাগত রিসোর্সের মতো মনে হবে না। কিন্তু এই অসাধারণ লেখনীগুলোতে উঠে এসেছে যাপিত জীবনের বাস্তব অভিজ্ঞতা, যা পাঠককে অনেক মৌলিক ও গুরুত্বপূর্ণ দৃষ্টিকোণের সঙ্গে পরিচয় করিয়ে দেবে।

গোট ডেইজ, লিখেছেন বেনিয়ামিন। এটি লিখেছেন বাহরাইনভিত্তিক এক ভারতীয় অভিবাসী। গোট ডেইজে উঠে এসেছে সৌদি আরবে এক ভারতীয় কর্মীর নিপীড়ন ও হেনস্তার কথা। এটি লেখা হয়েছে সত্য ঘটনা অবলম্বনে। 

টেম্পরারি পিপল, লিখেছেন দীপক উন্নিকৃষ্ণান। সংযুক্ত আরব আমিরাতের শ্রমিকদের নিয়ে কাল্পনিক কিছু গল্প সংকলিত হয়েছে এই বইয়ে। এখান থেকে দেখা যায়: দেশটির অভিবাসী শ্রমিকেরা কতটা অস্থায়ী ভিত্তিতে কাজ করেন।

ইমপসিবল সিটিজেনস, লিখেছেন নেহা ভোরা। এটি মূলত দুবাইয়ে বসবাসরত একটি ভারতীয় কমিউনিটি নিয়ে নৃতাত্ত্বিক গবেষণা, যেখানে তলিয়ে দেখা হয়েছে তাঁদের নাগরিকত্ব-সংক্রান্ত বিষয়-আশয়। এবং কেন তাঁরা সেই জনগোষ্ঠীর অংশ হয়েও কখনো স্থায়ী নাগরিকত্ব পাবেন না।

ব্যাম্বু স্টক, লিখেছেন সাউদ আলসানৌসি। আধা কুয়েতি, আধা ফিলিপিনো এই ব্যক্তির বর্ণনায় উঠে এসেছে: অভিবাসীদের নিয়ে কুয়েতি সমাজের সংশয় ও বদ্ধমূল সেকেলে ধারণাগুলোর কথা।

মাইগ্র্যান্ট লেবার ইন দ্য পার্সিয়ান গাল্ফ, লিখেছেন মেহরান কামরাভা ও জাহরা বাবর। এই বইয়ের বিভিন্ন অধ্যায়ে আলোচনা করা হয়েছে জিসিসিভুক্ত দেশগুলোর অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন দিক। 

স্লেভ স্টেটস: দ্য প্র্যাকটিস অব কাফালা ইন দ্য গাল্ফ আরব রিজিয়ন, লিখেছেন ইয়াসিন কাকান্দে। বইটির লেখক একজন উগান্ডার সাংবাদিক। তিনি মধ্যপ্রাচ্যে কাজ করেছিলেন এক যুগের বেশি সময়। সেই অভিজ্ঞতার ভিত্তিতে তিনি এখানে তুলে ধরেছেন আরব আমিরাতে অভিবাসী শ্রমিকদের পরিস্থিতি।

ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধীনে আমাদের লেখা বিনামূল্যে অনলাইন বা প্রিন্টে প্রকাশযোগ্য

লেখাটি পুনঃপ্রকাশ করুন


Material from GIJN’s website is generally available for republication under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International license. Images usually are published under a different license, so we advise you to use alternatives or contact us regarding permission. Here are our full terms for republication. You must credit the author, link to the original story, and name GIJN as the first publisher. For any queries or to send us a courtesy republication note, write to hello@gijn.org.

পরবর্তী

সাক্ষাৎকার

কলকারখানার দূষণ উন্মোচন এবং বিট হিসেবে ‘ফরএভার কেমিকেলস’ এর জন্ম হলো যেভাবে

পিএএফএসকে বলা হয় ফরএভার কেমিক্যালস। একাধারে তেল ও তাপ প্রতিরোধী। বছরের পর বছর প্রকৃততি মিশে থেকে দূষণ ঘটায়। দূষণের মতো অদৃশ্য একটা বিষয়কে সবার সামনে দৃশ্যমান করে তোলার প্রক্রিয়াটি সত্যিই রোমাঞ্চকর।

পরামর্শ ও টুল

কীভাবে যেকোনো রিপোর্টারই এখন পৃথিবীর যেকোনো জায়গার মানসম্পন্ন ও বিনামূল্যের স্যাটেলাইট ছবি সংগ্রহ করতে পারেন

অনুসন্ধানী সাংবাদিকতায় স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ এখন গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। মজার ব্যাপার হলো এই ইমেজ বেশিরভাগক্ষেত্রে পাওয়া যায় বিনামূল্যে। স্যাটেলাইট ইমেজের উৎসগুলো কি, কীভাবে ব্যবহার করবেন দেখে নিন এই প্রতিবেদনে।

অনুসন্ধান পদ্ধতি ডেটা সাংবাদিকতা

ইউরোপীয় সীমান্তে অজ্ঞাতনামা অভিবাসীদের গণকবর নথিভুক্ত করা 

ভ-মধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর আশায় কত তরুণই না দেশ ছাড়েন প্রতিনিয়ত। তাঁদের অনেকেই শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছাতে পারেন না। প্রাণ হারিয়ে অজ্ঞাতনামা হিসেবে কবরস্ত হন। দেখুন সাংবাদিকদের একটি দল ১০ বছর ধরে কীভাবে খুঁজে বের করেছেন সহস্রাধিক বেনামী কবর।

পরামর্শ ও টুল সুরক্ষা ও নিরাপত্তা

কেউ কি আপনাকে অনুসরণ করছে? নজরদারির শিকার সাংবাদিকদের জন্য পরামর্শ 

আপনাকে কি কেউ অনুসরণ করছে? মনে করে দেখুন তো সাম্প্রতিক কোনো প্রতিবেদনের কারণে কারও চক্ষুশূল হয়েছেন কি না? শুধু ফোনে আড়ি পেতেই কিন্তু ওরা ক্ষান্ত হয়না। আপনার পিছু নেয়। নজরদারিতে পড়েছেন কিনা জানতে পড়ুন এই প্রতিবেদনটি।