প্রবেশগম্যতা সেটিংস

English

গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম নেটওয়ার্ক-এর সদস্য হওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হবে অলাভজনক, বেসরকারি এবং শিক্ষা বা তাদের সমকক্ষ প্রতিষ্ঠানগুলো, যারা অনুসন্ধানী সাংবাদিকতা বা ডেটাভিত্তিক সাংবাদিকতা-সম্পর্কিত কোনো কাজে সক্রিয় রয়েছে। ব্যক্তি সাংবাদিক, ব্যবসা প্রতিষ্ঠান বা সরকারি সংস্থা এ ক্ষেত্রে যোগ্য বলে বিবেচিত হবে না।

অনুসন্ধানী সাংবাদিকতার সংজ্ঞায়ন করা হয় পদ্ধতিগত, ইন-ডেপথ এবং মৌলিক গবেষণাধর্মী রিপোর্টিং হিসেবে। এর সঙ্গে প্রায়ই যুক্ত থাকে গোপন তথ্য উন্মোচন এবং উন্মুক্ত নথিপত্রের ব্যাপক ব্যবহার। সামাজিক ন্যায়বিচার ও দায়বদ্ধতা থাকে এর কেন্দ্রবিন্দুতে। এই ব্যাপারে আরো জানতে জিআইজেএন রিসোর্স সেন্টার দেখুন।

জিআইজেএন-এর সদস্যপদ পেতে হলে আবেদন করতে হয় এবং পরিচালনা পর্ষদের সম্মতি অর্জন করতে হয়। যদি মনে হয়, আপনার প্রতিষ্ঠানটি সদস্যপদ পাওয়ার যোগ্য, তাহলে এই পেইজের নিচের ফর্মটি পূরণ করুন।

অলাভজনক ও দাতব্য প্রতিষ্ঠান, সদস্যভিত্তিক সংগঠন,  ট্রাস্ট, এনজিও, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়ভিত্তিক সাংবাদিকতা কার্যক্রম অথবা তার সমকক্ষ কোনো প্রতিষ্ঠান – জিআইজেএন-এর সদস্য হতে পারে।

যাদের মধ্যে জিআইজেএন-এর সদস্যপদ সীমাবদ্ধ :

  • যে গ্রুপগুলো অনুসন্ধানী সাংবাদিকদের বিভিন্ন সংঘ এবং নেটওয়ার্কে সংগঠিত করে।
  • যে প্রতিষ্ঠানগুলো নিজেদের প্লাটফর্ম বা অন্য কোনো গণমাধ্যমের সহায়তায় মৌলিক অনুসন্ধানী সাংবাদিকতা বা তার পৃষ্ঠপোষকতা করে, এবং তাদের প্রকাশিত সংবাদের অন্তত একটা নির্দিষ্ট অংশ যদি মৌলিক অনুসন্ধানী সাংবাদিকতা হয়।
  • যেসব গ্রুপ, কেন্দ্র বা প্রতিষ্ঠান তাদের কার্যক্রমের অংশ হিসেবে অনুসন্ধানী সাংবাদিকদের প্রশিক্ষণ দিয়ে থাকে।

সদস্যপদ প্রার্থীদের প্রশিক্ষণ, প্রচারণা, সহায়তা, রিপোর্টিং, প্রকাশনা বা প্রচারের মাধ্যমে অনুসন্ধানী সাংবাদিকতার পক্ষে যে ধরনের বিশেষ কার্যক্রম পরিচালনা করেছেন, তার প্রমাণ দেখাতে হবে। প্রতিষ্ঠানটি যে এখনো তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে, তার প্রমাণ হিসেবে অলাভজনক প্রতিষ্ঠানের নিবন্ধন, পূর্ণকালীন কর্মী, পরিচালনার বাজেট এবং একটি চলমান ওয়েবসাইটের প্রমাণও দেখতে চায় জিআইজেএন।

আশা করা হয়, সদস্য প্রতিষ্ঠানগুলো সক্রিয়ভাবে জিআইজেএন-এ অংশগ্রহণ করবে এবং সাংবাদিকতায় পেশাদারিত্বের সর্বোচ্চ পরিচয় দেবে। তাদের সাংবাদিকতা এবং অন্য কার্যক্রমের মধ্যে থাকবে স্বচ্ছতা, স্বাধীনতা ও সততা।

যেসব সদস্য আর সক্রিয় নয়, সাংবাদিকতায় বা অলাভজনক হিসেবে প্রতিষ্ঠানের উচ্চমান ধরে রাখতে ব্যর্থ হয়েছে, পরিচালনা পর্ষদ ভোট প্রদানের মাধ্যমে তাদের সদস্যপদ বাতিল করে দিতে পারে।

জিআইজেএন থেকে সদস্যরা যে যে সুযোগ পেয়ে থাকে:

  • জিআইজেএন পরিচালনা পর্ষদের জন্য ভোটদান;
  • জিআইজেএন সম্মেলন, কর্মশালা এবং হেল্প ডেস্কে অগ্রাধিকারমূলক অ্যাক্সেস;
  • টেকসই ব্যবসা, তহবিল সংগ্রহ, প্রতিবেদন এবং প্রযুক্তির বিষয়ে পরামর্শ;
  • একাধিক ভাষায় আপনার কাজের প্রচার;
  • ছাড় বা বিনামূল্যে সফ্টওয়্যার অ্যাক্সেস;
  • অনুসন্ধানী সাংবাদিকতাকে এগিয়ে নেওয়া একটি বৈশ্বিক নেটওয়ার্কের অংশ হওয়া;
  • সদস্যরা হামলার শিকার হলে সমর্থন।

জিআইজেএন যা যা করে থাকে

প্রকাশনা: অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা, ব্যবসা এবং রিপোর্টিংয়ের নতুন মডেল এবং নিরাপত্তা ও আইনি সমস্যার সাম্প্রতিক ধারার ওপর রিপোর্টিং গাইড, টিপ শীট এবং স্টোরি প্রকাশ করে৷ ২০২১ সালে জিআইজেএন এবং এর অংশীদাররা ২০টি ভাষায় ১,০০০ টিরও বেশি স্টোরি প্রকাশ করেছে।

নেটওয়ার্কিং: অনলাইনে এবং ব্যক্তিগতভাবে সাংবাদিকদের সংযুক্ত করার মাধ্যমে অনুসন্ধানী নেটওয়ার্কগুলোকে শক্তিশালী করে৷ এই কাজে ৮৮টি দেশে আমাদের ২২৭টি সদস্য সংগঠন সমর্থন যোগায়।

সম্মেলন: দ্বিবার্ষিক গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম কনফারেন্স আয়োজন করে। ২০০১ সাল থেকে, অংশীদারদের সঙ্গে মিলে, ১৫০ টি দেশ থেকে ১০,০০০ এরও বেশি সাংবাদিককে একত্র করেছে জিআইজেএন৷

আয়োজন: দ্বিবার্ষিক এশিয়ান ইনভেস্টিগেটিভ জার্নালিজম কনফারেন্স আয়োজন করে এবং আফ্রিকা, ল্যাটিন আমেরিকা এবং বিশ্বব্যাপী আঞ্চলিক সম্মেলন ও কর্মশালায় সহায়তা প্রদান করে।

প্রশিক্ষণ: কর্মশালা, সেমিনার, বক্তৃতা, অনলাইন ভিডিও এবং ওয়েবিনারের মাধ্যমে বিশ্বব্যাপী সাংবাদিকদের অনুসন্ধানী টুল, কৌশল ও রিসোর্স সম্পর্কে প্রশিক্ষণ দেয়।

বিতরণ: বিশ্বব্যাপী অনুসন্ধানী সাংবাদিকদের একসাথে সংযুক্ত করে এবং ১২টি ভাষায় এক ডজন সোশ্যাল মিডিয়া ফিডের মাধ্যমে কন্টেন্ট পৌছে দেয়।

ওয়েবসাইট: অনুসন্ধানী সাংবাদিকতার সর্বশেষ খবর প্রকাশ করে — যার মধ্যে রয়েছে টিপস এবং টুলস, অনুসন্ধান পদ্ধতি, টিপশীট, দুর্দান্ত স্টোরি, নতুন মডেল এবং ওয়াচডগ রিপোর্টিংয়ের ভবিষ্যত নিয়ে বিতর্ক। আমাদের ওয়েবসাইট প্রতিদিন ১৪০ টি দেশের পাঠকেরা দেখে থাকেন।

রিসোর্স: একটি ফ্রি বহুভাষিক রিসোর্স সেন্টার রয়েছে আমাদের, যেখানে টিপশীট, অনুসন্ধান পদ্ধতি, পরামর্শ, ফেলোশিপ, পুরস্কার, তহবিল ও  নেটওয়ার্কিং সহ নানা বিষয়ে হাজারেরও বেশি রিসোর্স এবং ভিডিও পাওয়া যাবে।

হেল্প ডেস্ক: সাংবাদিকতা, নন-প্রফিট, নিরাপত্তা ও ডেটাসহ বিভিন্ন বিষয়ে একশর বেশি বিশেষজ্ঞের অ্যাক্সেস সহ একটি ব্যস্ত হেল্প ডেস্ক চালায় জিআইজেএন, যেখানে অনুসন্ধানী সাংবাদিকতা সম্পর্কে যে কেউ প্রশ্ন করতে পারেন। ২০১২ সাল থেকে আমাদের কর্মীরা ১২,০০০টিরও বেশি অনুরোধে সাড়া দিয়েছে।

ক্যালেন্ডার: আমাদের ক্যালেন্ডারে বিশ্বব্যাপী সাংবাদিকতার ইভেন্টের সন্ধান জানায়, এবং প্রতি বছর ৫০ টিরও বেশি ইভেন্ট তালিকাভুক্ত হয়।

সমর্থন: হুমকির মুখে অসামান্য অনুসন্ধানী সাংবাদিকতার জন্য দ্বিবার্ষিক গ্লোবাল শাইনিং লাইট অ্যাওয়ার্ড প্রদান করে।

সদস্য সেবা: আমাদের সদস্যদের কাজের প্রচার সহ বিভিন্ন সেবা দিয়ে থাকে; যেমন: ডিসকাউন্টে সফটওয়্যার অ্যাক্সেস; জিআইজেএন সম্মেলন, কর্মশালা এবং হেল্প ডেস্কে অগ্রাধিকারমূলক অ্যাক্সেস; জিআইজেএন পরিচালনা পর্ষদ এবং গ্লোবাল কনফারেন্সের জায়গা নির্বাচনে ভোট দেওয়া এবং হামলার শিকার হলে সমর্থন করা।

সদস্য পদের জন্য আবেদন

জিআইজেএনের সদস্য হওয়ার জন্য আবেদন করতে, অনুগ্রহ করে এই লিঙ্কে যান এবং ফর্মটি পূরণ করুন৷ সদস্যপদ নির্ধারণ করে জিআইজেএনের পরিচালনা পর্ষদ। তাঁরা বছরে তিনবার বৈঠক করেন। আবেদন করার আগে, নিশ্চিত হয়ে নিন যে আপনার সংগঠন আমাদের সদস্য-মানদণ্ডের সঙ্গে খাপ খায়: অবশ্যই একটি অলাভজনক বা শিক্ষামূলক প্রতিষ্ঠান যা সক্রিয়ভাবে অনুসন্ধানী প্রতিবেদন এবং ডেটা সাংবাদিকতার সমর্থনে কাজ করে।