প্রবেশগম্যতা সেটিংস

ইভেন্ট

বিষয়

২০২৫ গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম কনফারেন্সের জন্য ফেলোশিপ ঘোষণা

আর্টিকেলটি পড়ুন এই ভাষায়:

প্রতি দুই বছর পর পর অনুষ্ঠিত হয় অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকদের অন্যতম প্রধান আন্তর্জাতিক সমাবেশ গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম কনফারেন্স (জিআইজেসি)। ২০২৫ সালের ২০ থেকে ২৪ নভেম্বর জিআইজেএন ও মালয়েশিয়াকিনির যৌথ আয়োজনে মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের সম্মেলন। স্বাধীন অনলাইন সংবাদ মাধ্যম মালয়েশিয়াকিনির যাত্রা শুরু ১৯৯৯ সালে। আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে অসামান্য অবদান, সংবাদপত্রের স্বাধীনতার প্রতি প্রতিশ্রুতি ধরে রাখা এবং গভীর অনুসন্ধানী প্রতিবেদন তৈরির জন্য স্বীকৃত এ অনলাইন আউটলেট। সম্মেলনের এবারের ভেন্যু বিশ্বমানের কুয়ালালামপুর কনভেনশন সেন্টার।

জিআইজেসি২৫ নিয়ে আরো বিস্তারিত তথ্যের জন্য দেখতে পারেন আমাদের কনফারেন্স ওয়েবসাইটি।

অনলাইন অনুসন্ধান কৌশল, আন্তঃসীমান্ত সহযোগিতা ও অনুশীলন, উন্নত ডেটা বিশ্লেষণ পদ্ধতি থেকে শুরু করে নির্বাসিত মিডিয়ার জন্য নানা প্রযুক্তি ও পরামর্শ নিয়ে ১৫০টিরও বেশি প্যানেল, কর্মশালা ও নেটওয়ার্কিং সেশন থাকছে জিআইজেসি২৫-এর এবারের আসরে। আমাদের সম্মেলনে অংশ নিবেন বিশ্বের শীর্ষস্থানীয় সাংবাদিকেরা। যাঁরা বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তিকে কাজে লাগিয়ে ক্ষমতাকে জবাবদিহি করে চলেছেন, সংবাদপত্রের স্বাধীনতা বাধাগ্রস্ত হচ্ছে এমন পরিবেশ সত্ত্বেও কাজ করে যাচ্ছেন এবং দক্ষতার সাথে সাংবাদিকতার গুণগত মান ধরে রেখেছেন ও ঝুঁকি সামলাচ্ছেন। আরো উপস্থিতি থাকবেন স্যাটেলাইট, কৃত্রিম বুদ্ধিমত্তা, জলবায়ু পরিবর্তন এবং ডেটা সাংবাদিকতায় বিশেষজ্ঞরা। এ সম্মেলেনে অংশ নেওয়ার মাধ্যমে ১০০টি দেশের সহকর্মীদের সঙ্গে নেটওয়ার্ক ও সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলার সুযোগ পাবেন। এখানে আপনি সেরা পেশাদার সাংবাদিক ও বিশেষজ্ঞদের কাছ থেকে সর্বশেষ কৌশল ও পরামর্শ সম্পর্কেও জানতে পারবেন।

বৈশ্বিক দক্ষিণের (গ্লোবাল সাউথ) পাশাপাশি ঐতিহাসিকভাবে অবহেলিত গোষ্ঠী এবং উন্নয়নশীল ও মুক্ত বাজার অর্থনীতির দিকে যাত্রা করেছে এমন দেশের প্রতিষ্ঠিত ও প্রতিশ্রুতিশীল সাংবাদিকদের এই মর্যাদাপূর্ণ আয়োজনে অংশগ্রহণের সুযোগ করে দিতে, আমাদের পৃষ্ঠপোষক ও অংশীদারদের সমর্থনে ১৫০টিরও বেশি ফেলোশিপ থাকছে। তীব্র প্রতিযোগিতাপূর্ণ এই ফেলোশিপ পেতে আপনাকে বোঝাতে হবে যে জিআইজেসি২৫তে পাওয়া প্রশিক্ষণ পরবর্তীতে আপনি দক্ষভাবে কাজে লাগাতে পারবেন।

ফেলোশিপ, বৈশ্বিক সম্মেলন ও জিআইজেএনের অন্যান্য সুযোগের সর্বসাম্প্রতিক তথ্য জানতে আমাদের ই-মেইল নিউজলেটার জিআইজেএন বুলেটিনের গ্রাহক হতে পারেন।

GIJC25 Fellowships Banners - Quotes

ছবি: জিআইজিএন

যোগ্যতার মানদণ্ড

  • উন্নয়নশীল বা রুদ্ধ অর্থনীতি থেকে বাজার অর্থনীতির দিকে যাচ্ছে এমন দেশের প্রিন্ট, অনলাইন, টেলিভিশন, ভিডিও, রেডিও, তথ্যচিত্র ও মাল্টিমিডিয়ায় কর্মরত পূর্ণকালীন সাংবাদিকদের জন্য উন্মুক্ত;
  • অনুসন্ধানী বা ডেটা সাংবাদিকতায় অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে;
  • আমরা গ্লোবাল সাউথের সাংবাদিক এবং ঐতিহাসিকভাবে অবহেলিত গোষ্ঠীর সাংবাদিকদের অগ্রাধিকার দিয়ে থাকি। প্রযোজ্য দেশগুলোর পুরো তালিকা দেখতে অনুগ্রহ করে এই লিঙ্কে যান। যদি আপনি সম্মেলনে যোগদানের খরচ বহন করতে না পারেন এবং আপনার দেশ এই তালিকার অন্তর্ভুক্ত না হয়, তবুও আবেদন করুন এবং ফর্মের শেষে “অতিরিক্ত নোট” অংশে আমাদের আপনার সম্পর্কে আরও তথ্য জানান।

ফেলোশিপের শর্ত

সম্মেলনের পর ফেলোদের হয় সরাসরি #জিআইজেসি২৫ নিয়ে একটি স্টোরি করতে হবে অথবা #জিআইজেসি২৫-এ অর্জিত জ্ঞানের ভিত্তিতে আপনার সহকর্মী বা সাংবাদিক কমিউনিটির সামনে একটি প্রেজেন্টেশন দিতে হবে। এখানে বিস্তারিত নির্দেশিকা ও ধারণা পাবেন।

সম্মেলনের অধিবেশন ও কর্মশালাগুলো ইংরেজিতে হওয়ায় আপনার ইংরেজি ভাষায় চলনসই জ্ঞান থাকতে হবে। দয়া করে আপনার ফেলোশিপ আবেদনটি ইংরেজিতে জমা দিন।

জিআইজেসি২৫ ফেলোশিপে যেসব সুবিধা থাকছে

  • মালয়েশিয়ার কুয়ালালামপুরে যাওয়া-আসার বিমান ভাড়া
  • চার রাত থাকার জন্য হোটেল রুম
  • কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কনফারেন্স হোটেলে যাতায়াতের পরিবহন ব্যবস্থা
  • অভ্যর্থনা নৈশভোজ
  • সম্মেলনের দিনে সকালের নাস্তা ও দুপুরের খাবার
  • পুরস্কার বিতরণী অনুষ্ঠানের নৈশভোজ
  • কনফারেন্সের নিবন্ধন ফি

আমরা আমাদের ফেলোশিপ প্রোগ্রামের জন্য প্রয়োজনীয় তহবিল সংগ্রহের চেষ্টা করছি। প্রচলিত ফেলোশিপের পাশাপাশি, জিআইজেএন কিছু প্রার্থীর জন্য আংশিক ফেলোশিপ প্রদানের সুযোগ করে দিতে পারে। ফর্মটি পূরণের সময়, আপনার কাছে জানতে চাওয়া হবে যে, আপনি আংশিক ফেলোশিপের জন্য বিবেচিত হতে আগ্রহী কিনা।

নোট: ফেলোশিপে দৈনিক হাতখরচ, ভিসা খরচ, বা আপনার দেশের বিমানবন্দরে ও বিমানবন্দর থেকে বাড়িতে পরিবহন ব্যয় মেটানো হয় না। এটি একটি প্রশিক্ষণ সম্মেলন, আর অংশগ্রহণকারীরা এই খরচগুলো নিজেরাই বহন করবেন বলে আশা করা হয়।

আবেদনের শেষ তারিখ: ৩১ জানুয়ারি, ২০২৫। ফেলোশিপ বিজয়ীদেরকে ১৫ মে, ২০২৫ তারিখের মধ্যে ইমেইলে জানানো হবে।

ফেলোশিপে আবেদনের জন্য নিচের বাটনে ক্লিক করুন।

Fellowships GIJC25 apply now button

প্রচুর আবেদনপত্র পড়ায় আমরা আলাদা আলাদাভাবে প্রত্যেককে তাঁর আবেদনপত্রের হালনাগাদ তথ্য দিতে অপারগতা প্রকাশ করছি। অনুগ্রহ করে ফেলোশিপ পাওয়ার শর্ত, কি কি প্রয়োজন সে সম্পর্কিত নির্দেশনা ও আবেদনপত্র সময় নিয়ে পড়ুন। এরপরও যদি উত্তর খুঁজে না পান, তাহলে আমাদের লিখুন এই ঠিকানায়,  fellowships@gijn.org