প্রবেশগম্যতা সেটিংস

লেখাপত্র

বিষয়

জিআইজেএনের দুই দশক

আর্টিকেলটি পড়ুন এই ভাষায়:

জিআইজেএনের বর্ষপূর্তি। কুড়ি বছর আগে কয়েকটি অলাভজনক সংগঠন বিশ্বজুড়ে অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতার সমর্থনে একটি নেটওয়ার্ক গঠনের লক্ষ্যে একাট্টা হয়েছিল৷ ২০০৩ সালে কোপেনহেগেনে আয়োজিত দ্বিতীয় গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম কনফারেন্সে এটি হয়েছিল।

এরপর থেকে আপনাদের সবার সহযোগিতায় আমাদের প্রসারে আমরা নিজেরাই বিস্মিত হয়েছি। জিআইজেএনের সদস্যপদ ৩৫টি সংগঠন থেকে ২৪৪-এ ঠেকেছে আর ২১টি দেশ থেকে ৯০-এ পৌঁছেছে৷ গুটি কয়েক সাংবাদিক থেকে এখন ১৪০টি দেশ থেকে প্রতিদিন আমাদের ওয়েবসাইটগুলোর মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় চার লাখেরও বেশি ফলোয়ারের কাছে আমরা পৌঁছে গিয়েছি৷ একটি রিসোর্স সেন্টার, একটি হেল্প ডেস্ক, বৈশ্বিক প্রশিক্ষণ, ৩৪টি ভাষায় অনুবাদ, সক্ষমতা বৃদ্ধি এবং নারী সাংবাদিক থেকে যুদ্ধাপরাধ পর্যন্ত বিশেষ প্রকল্প আমাদের কার্যক্রমে যুক্ত হয়েছে।

পৃথিবীর দূর দূরান্তে অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা ছড়িয়ে দিতে আমরা আমাদের সদস্যদের অংশীদারিত্বে এক ডজন বৈশ্বিক সম্মেলন আয়োজন করেছি।

এসব নিয়ে আরও জানতে আমাদের বার্ষিক প্রতিবেদন ২০২২ দেখুন। এখানে গত দুই দশকে আমাদের অগ্রগতির চিত্র তুলে ধরেছি।

জিআইজেএনের বর্ষপূর্তি উদযাপনে আপনি কীভাবে অবদান রাখতে পারেন?

প্রথমত, অনুদানের বিষয়টি বিবেচনা করুন। বিশ্বব্যাপী সাংবাদিকেরা জিআইজেএনের সব ধরনের সেবা বিনামূল্যে পেয়ে থাকেন, আর আপনাদের মতো মানুষের সমর্থন ছাড়া আমরা তা পারতাম না। এমনকি আপনার সামান্য অবদানও একটি ইতিবাচক পার্থক্য তৈরিতে ভূমিকা রাখে, যা কাজে লাগিয়ে আমরা অনুবাদ করতে পারি, প্রশিক্ষণ দিতে পারি এবং বিশ্বব্যাপী জবাবদিহিতা ও স্বচ্ছতার জন্য নিবেদিত আরও সাংবাদিকদের দোরগোড়ায় পৌঁছাতে পারি।

দ্বিতীয়ত, সুইডেনের ঐতিহাসিক গোথেনবার্গে এ বছরের ১৯ থেকে ২২শে সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম কনফারেন্সে বিশ্বব্যাপী সাংবাদিকদের আমাদের কাতারে সামিল হওয়া উচিত। জিআইজেসি২৩ কে অনুসন্ধানী প্রতিবেদকদের সর্বকালের সর্ববৃহৎ সমাবেশ করে তুলতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ আর আমাদের অসাধারণ দলটি কর্মশালা, বিশেষজ্ঞ প্যানেল ও বিশেষ আয়োজনে জমজমাট একটি কর্মযজ্ঞের পরিকল্পনা করেছে। এটি একটি দুর্দান্ত বর্ষপূর্তির আয়োজন হতে যাচ্ছে।

আশা করি, সুইডেনে আপনার দেখা পাব!

আমার শুভকামনা,

ডেভ কাপলান

নির্বাহী পরিচালক/জিআইজেএন

ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধীনে আমাদের লেখা বিনামূল্যে অনলাইন বা প্রিন্টে প্রকাশযোগ্য

লেখাটি পুনঃপ্রকাশ করুন


Material from GIJN’s website is generally available for republication under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International license. Images usually are published under a different license, so we advise you to use alternatives or contact us regarding permission. Here are our full terms for republication. You must credit the author, link to the original story, and name GIJN as the first publisher. For any queries or to send us a courtesy republication note, write to hello@gijn.org.

পরবর্তী

সংবাদ ও বিশ্লেষণ

মার্কিন ক্যাপিটল দাঙ্গায় জড়িতদের যেভাবে খুঁজে বের করলেন ওপেন সোর্স বিশেষজ্ঞরা

মার্কিন ক্যাপিটল দাঙ্গায় জড়িতদের খুঁজে বের করতে গিয়ে বেলিংক্যাটের ওপেন সোর্স অনুসন্ধানী সাংবাদিকরা শত শত ভিডিও সংগ্রহ ও বিশ্লেষণ করেছেন। কাজটি আপাত দৃষ্টিতে কঠিন মনে হতে পারে। কিন্তু বেলিংক্যাটের জিয়ানকার্লো ফিওরেলা বলেছেন, “আপনি যদি শুধু লিংক কপি করতে জানেন, কন্ট্রোল-সি ও কন্ট্রোল-ভি-এর ব্যবহার জানেন; এবং সৃজনশীলভাবে চিন্তা করতে পারেন যে, কোনো ঘটনা ঘটার সাথে সাথে সেগুলো খোঁজার জন্য মানুষ কী ধরনের শব্দ ও বাক্য ব্যবহার করে; তাহলে আপনিও এই কাজ করতে পারবেন।”

Studio, headphones, microphone, podcast

সংবাদ ও বিশ্লেষণ

ঘুরে আসুন ২০২৩ সালের বাছাই করা অনুসন্ধানী পডকাস্টের জগত থেকে

নানাবিধ সীমাবদ্ধতা ও প্রতিকূলতার মধ্যেও ২০২৩ সালে বিশ্বজুড়ে প্রকাশিত হয়েছে সাড়া জাগানো কিছু অনুসন্ধানী পডকাস্ট। এখানে তেমনই কিছু বাছাই করা পডকাস্ট তুলে এনেছে জিআইজেএনের বৈশ্বিক দল।

সংবাদ ও বিশ্লেষণ সম্পাদকের বাছাই

চিংড়ি চোরাচালান, হাসপাতালে অগ্নিকাণ্ড, তামাক শিল্পের ক্ষতিকর প্রভাব: চীন, হংকং ও তাইওয়ানের ২০২৩ সালের সেরা অনুসন্ধানী প্রতিবেদন

অনেক বাধাবিপত্তি ও চ্যালেঞ্জের মুখেও চীন, হংকং ও তাইওয়ান থেকে ২০২৩ সালে প্রকাশিত হয়েছে প্রভাব তৈরির মতো অনুসন্ধানী প্রতিবেদন। এমনই কিছু প্রতিবেদন জায়গা করে নিয়েছে জিআইজেএনের সম্পাদকের বাছাইয়ে।

InterNation international journalism network

সংবাদ ও বিশ্লেষণ

ইন্টারনেশন: (সম্ভবত) বিশ্বের প্রথম অনুসন্ধানী সাংবাদিকতার নেটওয়ার্ক

প্রায় ৪০ বছর আগে, গড়ে উঠেছিল অনুসন্ধানী সাংবাদিকদের (সম্ভবত) প্রথম আন্তর্জাতিক নেটওয়ার্ক, ইন্টারনেশন। পড়ুন, এটির নেপথ্যের কাহিনী।