প্রবেশগম্যতা সেটিংস

লেখাপত্র

ডিজিটাল নিরাপত্তার যে ৪টি টিপস প্রত্যেক সাংবাদিকের জানা উচিত

English

চারিদিকে ব্যক্তিগত ডেটা হাতিয়ে নেওয়ার যত খবর আসছে, তাতে ডিজিটাল নিরাপত্তা নিয়ে সবারই কমবেশী শংকিত হওয়া উচিত। কিন্তু অনুসন্ধানী সাংবাদিকদের এই বিষয়ে সবচেয়ে বেশি মনোযোগ দেয়া দরকার। কারণ, তারা গোপন সোর্স আর স্পর্শকাতর তথ্য নিয়ে কাজ করেন।

দক্ষিণ কোরিয়ার সিউলে অনুষ্ঠিত আনকভারিং এশিয়া ২০১৮ সম্মেলনে,  ট্যাকটিকাল টেকনোলজি কালেক্টিভের ডিজিটাল নিরাপত্তা বিশেষজ্ঞ ক্রিস ওয়াকার এই বিষয়ে কিছু পরামর্শ তুলে ধরেন, যা সাংবাদিকরা চাইলে এখনই প্রয়োগ করতে পারেন। নিশ্চিত করতে পারেন নিজের এবং সোর্সের নিরাপত্তা।

১. আপনার ডিভাইসকে এনক্রিপ্ট করুন

আপনি যদি আপনার ল্যাপটপের হার্ডডিস্ক এখনো এনক্রিপ্ট না করে থাকেন, তাহলে জলদি করে ফেলুন। হালের ম্যাক পিসিগুলোতে ফাইলভল্ট ইনস্টল করাই থাকে। সিস্টেম প্রেফারেন্স থেকে  সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি হয়ে ফাইলভল্টে গিয়ে, অ্যাপ্লিকেশনটি অ্যাকটিভ (সক্রিয়) করে নিতে পারেন। একবার চালু (অন) করার পর তাকে আর কখনোই বন্ধ (অফ) করবেন না। উইন্ডোজ পিসির জন্য বিটলকার ব্যবহারের পরামর্শ দেন ওয়াকার। অ্যাপ্লিকেশনটি উইন্ডোজ ১০ এর “প্রো” এবং এন্টারপ্রাইজ – দুই ভার্সনের জন্যই পাওয়া যায়। (আপনি যদি উইন্ডোজ ১০ হোম ব্যবহার করেন, তাহলে আপগ্রেড করে নিতে পারেন। যদিও এতে খরচ অনেক।) একবার অ্যাকটিভেট হওয়ার পরে এটি আপনার কম্পিউটারের হার্ড ড্রাইভকে এনক্রিপ্ট করে ফেলবে। একই পদ্ধতিতে পিসির সাথে যুক্ত সব ইউএসবি ডিভাইসকেও এনক্রিপ্ট করা যাবে।

আপনি যে অপারেটিং সিস্টেমই ব্যবহার করেন না কেন, নিরাপত্তার স্বার্থে নিয়মিত আপডেট করতে হবে।

২. ভিপিএন নিন

প্রক্সি বা মধ্যবর্তী সার্ভার ব্যাবহার করে আপনাকে গোপনীয়তা বজায় রেখে ইন্টারনেট ব্রাউজের সুযোগ দেবে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। ভিপিএন সেবা সাধারণত টাকা দিয়ে কিনতে হয়। এটি স্মার্টফোনেও ব্যবহার করা যায়। একটু ঘাঁটাঘাটি করে দেখুন, অনেক কিছু জানতে পারবেন! যেমন, প্রাইভেসি সুরক্ষার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক ভিপিএন সেবার চাইতে ইউরোপেরগুলো ভালো। জেনে রাখুন ভিপিএন কখন চালু রাখতে হয় আর কখন বন্ধ রাখা যায়। ( অনিরাপদ গণ ওয়াইফাই ব্যবহারের সময় অবশ্যই “অন” রাখবেন।)

আপনি কতটা ঝুঁকিতে আছেন, কোথায় বসে কী ব্রাউজ করছেন, তার উপর নির্ভর করে সিদ্ধান্ত নিন টর (Tor) ব্রাউজার ব্যবহার করবেন কিনা। ভিপিএনে আপনাকে ভরসা রাখতে হবে সেবা প্রদানকারী কোম্পানীর উপর। ধরে নিতে হবে, আপনি যে সাইটে যাচ্ছেন তার তালিকা তারা রেকর্ড বা কারো সাথে শেয়ার করছেন না। তারা এমন করলেই বিপদ। কিন্তু টর ব্রাউজার এমনভাবে ডিজাইন করা, অন্য কেউ তো দূরের কথা, টর সার্ভার নিজেই জানবে না, আপনি কোন সাইটে যাচ্ছেন, কী করছেন। এটি সবচেয়ে নিরাপদ, কিন্তু আপনার ব্রাউজিংয়ের গতি কমিয়ে দেবে। এই ক্ষেত্রেও নিশ্চিত হয়ে নিন, আপনি যে টর সফটওয়্যার ডাউনলোড করছেন, তা নির্ভরযোগ্য কিনা।

বিশেষজ্ঞ পরামর্শ: কেমন নিরাপত্তা চান তার ওপর ভিত্তি করে, যেখানে প্রয়োজন,  ভিপিএন এবং টর ব্রাউজার ব্যবহার করুন।

৩. যোগাযোগ নিরাপদ করুন

সোর্সের সাথে গোপনে কথা বলতে চান? তাহলে সিগন্যাল বা অয়্যার এর মত নিরাপদ মেসেজিং অ্যাপ ডাউনলোড করুন। এগুলো আপনার বার্তা বা কথাকে এনক্রিপটেড রাখবে।

টুটানোটা বা প্রোটোন মেইলের মত এনক্রিপটেড সেবায় ইমেইল একাউন্ট খুলুন এবং আপনার সোর্সকেও একই কাজ করতে বলুন। আর যদি নিজের পুরোনো একাউন্টটিকেই কাজে লাগাতে চান, তাহলে মোজিলা থান্ডারবার্ড ইমেইল ক্লায়েন্ট, ইনিগমেইল এক্সটেনশন এবং জিএনইউপিজি এনক্রিপশন সফটওয়্যার নামিয়ে ব্যবহার শুরু করুন। নিজের যোগাযোগকে নিরাপদ রাখতে প্রয়োজনে আরো ব্যবস্থা নিন।

৪. এবার চাই একটা কঠিন পাসওয়ার্ড

ওয়াকারের মতে, মানুষ পাসওয়ার্ড বাছাইয়ের জন্য যত কৌশলই নিক না কেন, তা একরকম অর্থহীন। আপনার পাসওয়ার্ড হতে হবে লম্বা, সেটি যেন খুব চেনা-জানা কোনো বাক্য না হয়, তা-ও নিশ্চিত করুন (যেমন, পরিচিত কোনো গান বা কিবতার লাইন।) আর প্রতিটি একাউন্টের জন্য আলাদা পাসওয়ার্ড ব্যবহার করুন। এর একটি কৌশল হলো, পাসফ্রেইজ ব্যবহার করা। সাতটি আলাদা শব্দ নিন। তাদেরকে মিলিয়ে একটি “পাসফ্রেইজ” তৈরি করুন। অথবা এত ঝামেলায় না গিয়ে, সরাসরি কীপাসএক্সসি, ব্যবহার করে দেখতে পারেন। এটি আপনার হয়ে জটিল পাসওয়ার্ড তৈরি করবে এবং তাকে একটি এনক্রিপটেড ডেটাবেইসে সংরক্ষণ করবে।

এরিমধ্যে বিশ্বে কয়েক দফা ব্যক্তিগত তথ্য হ্যাকের ঘটনা ঘটেছে। আপনি কী নিশ্চিত, আপনার ইমেইল অ্যাড্রেসও এমন কোনো হ্যাকিংয়ের শিকার হয়নি? নিশ্চিত হতে চাইলে হ্যাভআইবিনপনড নামের এই ওয়েবসাইটে যাচাই করে নিন। আপনার কোনো অনলাইন একাউন্ট যদি তথ্য চুরির শিকার হয়, তাহলে সঙ্গে সঙ্গে পাসওয়ার্ড বদলে ফেলুন।

অনলাইনের জগতে পুরোপুরি নিরাপদ বলে কিছু নেই। কিন্তু আপনি নিজেকে আরো সুরক্ষিত করতে পারেন অনায়াসেই। এ বিষয়ে আরো জানতে চাইলে ঘুরে আসুন সিকিউরিটি ইন আ বক্স থেকে।

রোনাল্ড বেডনার্জ একজন ফ্রিল্যান্স সাংবাদিক। নেদারল্যান্ডসের ডেলফ-এ তিনি পড়াশোনা করেছেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। জার্মান সংস্থা কনরাড এডিনাওয়ার স্টিফটুং  পরিচালিত জার্নালিজম মাল্টিমিডিয়া প্রোগ্রামের অংশ হিসেবে ২০১৮ সালের অক্টোবরে সিউলে অনুষ্ঠিত আনকভারিং এশিয়া: এশিয়ান ইনভেস্টিগেটিভ জার্নালিজম কনফারেন্সে, তিনি ফেলো হিসেবে যোগ দেন।

ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধীনে আমাদের লেখা বিনামূল্যে অনলাইন বা প্রিন্টে প্রকাশযোগ্য

লেখাটি পুনঃপ্রকাশ করুন


Material from GIJN’s website is generally available for republication under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International license. Images usually are published under a different license, so we advise you to use alternatives or contact us regarding permission. Here are our full terms for republication. You must credit the author, link to the original story, and name GIJN as the first publisher. For any queries or to send us a courtesy republication note, write to hello@gijn.org.

পরবর্তী

অনুসন্ধান পদ্ধতি শিক্ষাদান ও প্রশিক্ষণ

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তের অনুসন্ধানী সাংবাদিকতার ‘হাব’ যেভাবে একটি প্রজন্মের রিপোর্টারদের তৈরি করেছে

মেক্সিকো সীমান্তে কর্মরত সাংবাদিকদের জন্য তাঁদের পেশাটা ছিল যথেষ্ট চ্যালেঞ্জিং। কেন্দ্রে যাঁরা সাংবাদিকতা করেন, তাঁদের সঙ্গে দূরত্ব তো ছিলই, ছিল সার্বক্ষণিকি নিরাপত্তাহীনতাও। সাংবাদিকেরা একজোট হয়ে এই দূরত্ব ঘুঁচিয়ে আনতে গড়ে তোলেন একটি সংগঠন। প্রয়োজনীয়ল প্রশিক্ষণ শেষে হাজারো প্রতিকূলতার মধ্যেও তাঁরা অনুসন্ধান করে তুলে আনেন বেশ কিছু প্রতিবেদন।

অনুসন্ধান পদ্ধতি গবেষণা

ডেনমার্কের কল্যাণ সংস্থার অ্যালগরিদমপদ্ধতি নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের অনুসন্ধান

কল্যাণ সহায়তা বণ্টন পদ্ধতিকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে অ্যালগরিদমভিত্তিক পদ্ধতি অনুসরণ করছিল ডেনমার্কের প্রতিষ্ঠান। অনুসন্ধানে দেখা গেল, বৈষম্য বিলোপে নেওয়া এই উদ্যোগে উল্টো বাড়ছে বৈষম্য।

সংবাদ ও বিশ্লেষণ

২০২৪ ডাবল এক্সপোজার ফেস্টিভ্যাল: সংবাদমাধ্যমে গুরুত্ব না পাওয়া কিংবা অন্যায্যতার মতো ইস্যু নিয়ে অনুসন্ধান

জিআইজেএন সদস্য ও অলাভজনক অনুসন্ধানী বার্তাসংস্থা 100Reporters আয়োজিত চার দিনের ২০২৪ ডাবল এক্সপোজার চলচ্চিত্র উৎসব ও সিম্পোজিয়ামে (৭-১০ নভেম্বর) ২৩টি পূর্ণ ও স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্র প্রদর্শিত হয়ে গেল। দেখে নিন কী কী বিষয় নিয়ে তথ্যচিত্র তৈরি করেছেন নির্মাতারা।

পরামর্শ ও টুল

দেখুন, ওয়েবসাইট কনটেন্ট ও মেটাডেটা বিশ্লেষণে ওপেন সোর্স টুল ‘ইনফরমেশন লন্ড্রোম্যাট’ কীভাবে কাজ করে

বিভিন্ন ওয়েবসাইটের মধ্যকার যোগসূত্র, মালিকানা চিহ্নিত করা এবং কনটেন্টের ধরন ও বৈশিষ্ট্য বিশ্লেষণের জন্য সবচেয়ে নতুন ও মজার টুলগুলোর মধ্যে ইনফরমেশন লন্ড্রোম্যাট একটি। কোনো পয়সাকড়ি খরচা না করেই আপনি এটি ব্যবহার করতে পারেন। জর্জ মার্শালের অর্থায়নে টুলটি বানিয়েছে অ্যালায়েন্স ফর সিকিউরিং ডেমোক্রেসি (এএসডি)।