অনলাইনে হয়রানি থেকে যেভাবে নিজেদের রক্ষা করবেন সাংবাদিকরা
দুর্ভাগ্যজনকভাবে, প্রযুক্তির কারণে অনলাইনে সাংবাদিক হয়রানি দিনে দিনে সহজ হয়ে উঠছে। এর উদ্দেশ্য হলো, যারা সত্য বলেন তাদের মুখ বন্ধ করা বা ভয় দেখানো। এই হামলা চলতে পারে ক্রমাগত, আর এমন প্রবণতাও বাড়ছে খুব দ্রুত। অপমানের এই ধারা থামানো না গেলে, তা একজন সাংবাদিকের মানসিক স্বাস্থ্য ও সুনাম – দুটোর জন্যই হুমকি হয়ে দাঁড়াতে পারে।
অনলাইনের এই “কীট” দমন করতে সাংবাদিক, লেখক ও গণমাধ্যমের জন্য “অনলাইন পেস্ট কন্ট্রোল” ইনফোগ্রাফিক তৈরি করেছে ট্রলবাস্টার্স। একান্ত ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর ছবি অনলাইনে ছেড়ে দেওয়াসহ নানা ধরনের সাইবার অপরাধ কীভাবে মোকাবেলা করবেন তা ধাপে ধাপে ব্যাখ্যা করা হয়েছে এখানে। প্রকাশ্য ও উদ্দেশ্যপ্রণোদিত, দুইধরনের হুমকির জন্যেই রয়েছে আলাদা পরামর্শ। অনলাইন হয়রানির শিকার হওয়ার আগেই আত্মরক্ষার ১৬টি গুরুত্বপূর্ণ পয়েন্টসহ একটি ডিজিটাল স্বাস্থ্য সুরক্ষা কোর্সও তৈরি করেছে ট্রলবাস্টার্স।
আপনি চাইলে সেই ইনফোগ্রাফিকের ট্যাবলয়েড বা মোবাইল সংস্করণ ডাউনলোড করতে পারেন। এটি হিন্দি, রুশ, স্প্যানিশ ও তুর্কী ভাষায় পাওয়া যাচ্ছে।