আমাদের যাত্রা হলো শুরু
জিআইজেএনের নতুন আঞ্চলিক ভাষা উদ্যোগ জিআইজেএন বাংলা যাত্রা শুরু করেছে। এটি পরিচালিত হচ্ছে আমাদের সদস্য সংগঠন ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) এর সাথে অংশীদারিত্বে। এখানে আমরা প্রতিদিন শেয়ার করবো অনুসন্ধানী সাংবাদিকতার সেরা টিপস ও টুলস্, সাড়া জাগানো অনুসন্ধানী প্রতিবেদন, অনুদান ও ফেলোশিপ, ডেটা সেট এবং আরও অনেক কিছু। আর এই সব কিছু পেতে : :
জিআইজেএন বাংলা ফলো করুন ফেসবুকে; জিআইজেএন বাংলা ফলো করুন টুইটারে; সার্চ করুন জিআইজেএন এবং এমআরডিআই টিপ শীট ও রিপোর্টিং গাইড বাংলাতে।
এটি আটটি ভাষায় আমাদের যে ফিড রয়েছে তার একটি অংশ। অন্য চ্যানেলগুলো হলো: জিআইজেএন, জিআইজএন আফ্রিকা, জিআইজেএন আরবি, জিআইজেএন চীনা, জিআইজেএন ফ্রেঞ্চ, জিআইজেএন পর্তুগীজ, জিআইজেএন রাশিয়ান এবং জিআইজেএন স্প্যানিশ।
“জিআইজেএন-এর সাথে এই অংশীদারিত্বের লক্ষ্য হচ্ছে বাংলায় অনুসন্ধানী সাংবাদিকতার মান উন্নয়ন।” – বলেন এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান। “আমরা চাই সামাজিক মাধ্যম ব্যবহার করে সাংবাদিকতার সবচে উন্নত ধারা, নতুন টুলস, কৌশল, সুযোগ এবং রিসোর্সের সাথে বিশ্বের বাংলা ভাষাভাষী সাংবাদিকদের পরিচয় করিয়ে দিতে। আমাদের বিশ্বাস এই উদ্যোগ সাংবাদিকতার মান বাড়াবে এবং সাংবাদিকদের ক্রস বর্ডার কোলাবরেশনে উৎসাহিত করবে।”
মিরাজ আহমেদ চৌধুরী, জিআইজেএন-এর বাংলা সম্পাদক। এর পাশাপাশি তিনি গণমাধ্যম উন্নয়ন সংস্থা এমআরডিআইয়ের হেড অব প্রোগ্রাম অ্যান্ড কমিউনিকেশনস্ হিসেবে কাজ করছেন। সাংবাদিকতায় তার রয়েছে ১৪ বছরের অভিজ্ঞতা, যার বড় অংশই টেলিভিশনে। তার কাজের প্রধান ক্ষেত্র ব্যবসা ও অর্থনীতি। মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশী রাজনৈতিক দলের লবিং এবং বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ হ্যাকিং নিয়ে তার কয়েকটি আলোচিত অনুসন্ধানী প্রতিবেদন রয়েছে। মিরাজকে পাবেন এখানে।
জিআইজেএন বাংলা ফিডের যাত্রা শুরুর ঘোষণা (ভিডিও)
.