

২০২১ সালের সেরা ১০ ডেটা সাংবাদিকতা প্রকল্প
টিকাদান ও করোনার প্রকোপ কমাতে নেয়া চলমান উদ্যোগগুলো গত এক বছরে বিশ্বজুড়ে বেশ কিছু বিতর্ক জন্ম দিয়েছে। তবে জলবায়ু পরিবর্তন, নাগরিক সমাজের ওপর প্রযুক্তির প্রভাব, সংঘাত এবং অফশোর কোম্পানি ও করফাঁকির মতো বিষয় নিয়ে বড় বড় অনুসন্ধানও আর্ন্তজাতিক সম্প্রদায়ের মনোযোগ কেড়েছে।
২০২১ সাল জুড়ে, এগুলোসহ আরও অনেক বিষয় সামনে এনেছে ডেটা সাংবাদিকতার বিভিন্ন প্রকল্প; তুলে ধরেছে নতুন নতুন দৃষ্টিভঙ্গি, আর পাঠকদের ইন্টারঅ্যাকটিভ স্টোরিটেলিংয়ের মাধ্যমে জটিল জটিল সব বিষয় বুঝতে সাহায্য করেছে।
আমাদের সাপ্তাহিক কলাম ডেটা সাংবাদিকতার শীর্ষ ১০, সেরা ডেটানির্ভর গল্পগুলোকে তুলে ধরে। এতে টুইটারে সবচেয়ে জনপ্রিয় ডেটা প্রতিবেদনের নোডএক্সএল বিশ্লেষণ এবং মানুষের বাছাইও থাকে। বছরের ইতি টানতে গিয়ে আমরা ২০২১ সালের যেসব সেরা প্রকল্প বাছাই করেছি, সেখানে প্যান্ডোরা পেপারস, জলবায়ু পরিবর্তন নিয়ে প্রতিবেদন, কোভিড-১৯-এর সোনিফিকেশন (অডিও ব্যবহার করে তথ্য উপস্থাপন) সহ আরও অনেক কিছু রয়েছে।
প্যান্ডোরা পেপারস্
ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টসের (আইসিআইজে) নেতৃত্বে পরিচালিত প্যান্ডোরা পেপারস্ অনুসন্ধান এ যাবৎকালে সাংবাদিকতার বৃহত্তম সহযোগিতামূলক প্রকল্প। জিআইজেএনের অনেক সদস্যসহ ১৫০টি গণমাধ্যম প্রতিষ্ঠানের ৬০০ জনের বেশি সাংবাদিক এতে জড়িত ছিলেন। অনুসন্ধানী দলের কাছে “অফশোর ডেটা সুনামি” নামে পরিচিত এই ঘটনায় ৬৪ লাখ নথি, লাখ লাখ ছবি ও ইমেইল এবং প্রায় পাঁচ লাখ স্প্রেডশিট ফাঁস হয়। এই বৈশ্বিক প্রচেষ্টা এবং এর সঙ্গে আগের ফাঁসকাণ্ডগুলোর তুলনা পাবেন এই এক্সপ্লেইনারে।
জলবায়ু বিপর্যয়
স্কটল্যান্ডে কপ২৬ শীর্ষ সম্মেলনের জাতিসংঘ আলোচনা, বৈশ্বিক জলবায়ু বিপর্যয় সামলাতে বিশ্বের সরকারগুলোর জন্য এক সঙ্গে কাজ করার একটি সুযোগ এনে দিয়েছে। অক্টোবরের সেই বৈঠক সামনে রেখে গার্ডিয়ান একটি গভীর পর্যবেক্ষণমূলক রিপোর্ট প্রকাশ করে। সেখানে তুলে ধরা হয়, আবহাওয়ার নতুন ধরন কীভাবে আমাদের এই গ্রহকে তাপদাহ, বন্যা, দাবানল, ফসলহানি এবং অন্যান্য অস্বাভাবিক পরিণতির দিকে নিয়ে যাচ্ছে।
ফিলিস্তিন-ইসরায়েল সংঘর্ষের চিত্র
মে মাসের সহিংসতাকে কেন্দ্র করে ফিলিস্তিন-ইজরায়েল সংঘাত আবারও খবরের শিরোনাম হয়, এবং এরপরই আসে যুদ্ধবিরতি। আল জাজিরা একটি ধারাবাহিক মানচিত্র প্রকাশ করে এবং গ্রাফিক্সের মাধ্যমে ১৯৪০ এর দশক থেকে এই সংঘাতের ইতিহাস ও “জানমালের ক্ষতি” তুলে ধরে, যার পরিণতিতে হাজার হাজার মানুষ মারা গেছেন (অধিকাংশই ফিলিস্তিনি) এবং লাখ লাখ আহত হয়েছেন।
টিকটকের অভ্যন্তরীণ গোপন অ্যালগরিদম
টিকটক কীভাবে আপনার সবচেয়ে একান্ত ভাবনাগুলো জেনে ফেলে – এই চিন্তা যদি আপনার মাথায় ঘুরপাক খায়, তাহলে আপনি একা নন। ব্যক্তিত্ব অনুযায়ী আধেয় উপস্থাপনে এর যে ক্ষমতা, সেটি দেখে এই সামাজিক মাধ্যমের ব্যবহারকারীরা সবসময় অবাক হন। প্লাটফর্মটির অ্যালগরিদম অনুসন্ধান করতে ওয়াল স্ট্রিট জার্নাল কয়েক ডজন স্বয়ংক্রিয় অ্যাকাউন্ট খুলে। রিপোর্টাররা দেখতে পান, বিশেষ কোনও ভিডিও আপনি কতক্ষণ দেখছেন, টিকটকের কাছে সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য।
গোপন কর নথি
প্রোপাবলিকার অনুসন্ধানে দেখা যায়, সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় আয়করে জেফ বেজোস ও ইলন মাস্কসহ বিশ্বের সবচেয়ে ধনী কয়েকজন ব্যবসায়ীর অবদান নেহাতই সামান্য। গত ১৫ বছরে দেশটির হাজার খানেক ধনী ব্যক্তির আয়কর নিয়ে ইন্টারনাল রেভিনিউ সার্ভিসের (আইআরএস) বিপুল তথ্য রিপোর্টারদের হাতে আসে। দ্য সিক্রেট আইআরএস ফাইলসের স্টোরির পরপরই করবিধি সংস্কারের দাবি ওঠে এবং ব্যক্তি-গোপনীয়তা নিয়েও শঙ্কা জন্ম দেয়।
কোভিড-১৯ এর সুর
মহামারি নিয়ে সৃজনশীল স্টোরিটেলিং প্রায়শই চার্ট ও গ্রাফিক্সনির্ভর হলেও সাংবাদিক সাইমন হিউওয়াইলার সম্পূর্ণ ব্যতিক্রমী একটি কাজ করে দেখান। তিনি একটি মিউজিক বক্স ও চার-মিটার পাঞ্চ কার্ড ব্যবহার করে স্বতন্ত্র সাউন্ড ভিজ্যুয়ালাইজেশন তৈরি করেন। কার্ডের প্রতিটি ছিদ্র হয় মহামারির এক একটি দিন, নয়তো একজন ভুক্তভোগীর গল্প বলে। আপনি চাইলে ইউটিউবে হিউওয়াইলারের “সঙ অন ক্রাউনস অ্যান্ড টিয়ার্স” শুনতে পারেন।
ভারীবর্ষণ ও খরার নতুন ধরন
আবহাওয়া আরও চরম হয়ে উঠেছে। ফলে আকস্মিক বন্যা, ভয়াবহ দাবানল ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের মতো ঘটনা ঘটছে। কিন্তু বিষয়টির মাত্রা এতো ব্যাপক যে অনেকের জন্যই এর গুরুত্ব বোঝা কঠিন হয়ে পড়ে। গোটা চিত্রটিকে আরও পরিষ্কারভাবে তুলে ধরতে সাহায্য করে সংখ্যা। ইউএস টুডের একদল রিপোর্টার আবহাওয়া পরিবর্তনের কারণ ও ধরন নির্ণয়ে ১২৬ বছরের রাষ্ট্রীয় জলবায়ু ডেটা খতিয়ে দেখেছেন এবং এরপর পোস্টাল কোডের ভিত্তিতে যুক্তরাষ্ট্রে বৃষ্টিপাত ও খরার বৈচিত্র্য খুঁজে দেখার একটি টুলও তৈরি করেছেন।
কানাডার আবাসিক স্কুলে গোপন মৃত্যু
কানাডার সাসকাচুয়ান ও ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের একটি পরিত্যক্ত আবাসিক স্কুলে শতাধিক বেনামি কবর পাওয়া যায়। মৃতদেহগুলো ছিল আদিবাসী শিশুদের। কয়েক দশক আগে তাদের নিজস্ব সংস্কৃতি ও ভাষা মুছে ফেলার উদ্দেশ্যে গৃহীত কর্মসূচির অংশ হিসেবে স্কুলে পাঠানো হয়। গার্ডিয়ান পত্রিকা এই বিষয়ে গভীর অনুসন্ধান চালায় এবং কানাডার এই লজ্জাজনক অধ্যায় তুলে ধরতে আবাসিক স্কুল, আদিবাসীদের ভূমির দাবি ও ঐতিহাসিক চুক্তির ডেটা বিশ্লেষণের মাধ্যমে একটি ইন্টারঅ্যাকটিভ মানচিত্র তৈরি করে।
চীনা প্রোপাগান্ডা ক্যাম্পেইন
জিনজিয়ানের উইঘুর জনগোষ্ঠীর বিরুদ্ধে চীনা সরকারের অপশাসন নিয়ে আর্ন্তজাতিক অসন্তোষ যখন বাড়ছে, তখন সামাজিক মাধ্যমে হাজার হাজার ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, উইঘুর জনগোষ্ঠী চীনা কমিউনিস্ট পার্টিকে সমর্থন করছে। আপাতদৃষ্টিতে ভিডিওগুলো সত্য মনে হয়। কিন্তু প্রোপাবলিকা ও নিউইয়র্ক টাইমস্ পত্রিকার রিপোর্টাররা প্রায় তিন হাজার ভিডিও বিশ্লেষণ করে প্রমাণ করেন, এই প্রচারণার পেছনে ছিল চীন সরকার।
ডেটা জার্নালিজম হ্যান্ডবুক: ২য় সংস্করণ
অবশেষে ২০২১ সালে “ডেটা জার্নালিজম হ্যান্ডবুকের” দ্বিতীয় সংস্করণের দেখা মিলেছে। বইটিতে ডেটা সাংবাদিকতা চর্চার সঙ্গে সংশ্লিষ্ট ৭৪ জনের লেখা ৫৪টি অধ্যায় রয়েছে। এই কলামের লেখক জিআইজেএনের ইউনিস অউ এবং কানেক্টেড অ্যাকশনের মার্ক স্মিথ (তারা এই কলামও লিখে থাকেন) যৌথভাবে লিখেছেন #ডিডিজে হ্যাশট্যাগের সংক্ষিপ্ত ইতিহাস। এই বইয়ে বার্তাকক্ষ, গণমাধ্যম প্রতিষ্ঠান, স্টার্টআপ ও নাগরিক সংগঠনে বিদ্যমান ডেটা অবকাঠামো এবং ডেটানির্ভর স্টোরি তৈরির মতো বিষয়গুলোকে খতিয়ে দেখা হয়েছে।
লিঙ্ক ও গ্রাফ সংগ্রহে সহায়তার জন্য কানেক্টেড অ্যাকশনের মার্ক স্মিথ ও হ্যারল্ড মায়ারকে আবারো ধন্যবাদ। ২০২২ সালের জানুয়ারিতে সেরা দশ #ডিডিজে তালিকা আবারও আসছে।
পিটার জর্জিয়েভ জিআইজেএনের সোশ্যাল মিডিয়া ও এনগেজমেন্ট এডিটর। এর আগে তিনি নিউইয়র্কের এনবিসি নিউজের অনুসন্ধানী দলের অংশ ছিলেন। এছাড়া তিনি বুলগেরিয়ান ন্যাশনাল টেলিভিশনের প্রতিনিধি হিসেবে কাজ করেছেন এবং গার্ডিয়ান, ডয়েচে ভেলে ও অন্যান্য আর্ন্তজাতিক প্রতিষ্ঠানে তাঁর রিপোর্ট প্রকাশিত হয়েছে।
ইউনিস অউ জিআইজেএনের প্রোগ্রাম ম্যানেজার। এর আগে তিনি সিঙ্গাপুরের স্ট্রেইটস টাইমসের মালয়েশিয়া প্রতিনিধি ও নিউ স্ট্রেইটস টাইমসের সাংবাদিক হিসেবে কাজ করেছেন। এছাড়া তিনি দ্য সান, মালয়েশিয়া টুডে ও মাদাম চেয়ারের জন্য লিখেছেন।