প্রবেশগম্যতা সেটিংস

Украинский дата-проект «Тексты» Texty использовал открытые источники для создания карты о потенциальных агентах России в Европе. Изображение: Texty.org.ua

লেখাপত্র

বিষয়

সম্পাদকের বাছাই: ২০২২ সালের সেরা ১০ ডেটা সাংবাদিকতা প্রকল্প

আর্টিকেলটি পড়ুন এই ভাষায়:

English

Texty.org Russian Support Map

ইউক্রেনের ডেটা সাইট টেক্সটি ইউরোপের অঞ্চলভেদে রুশ-সমর্থক ব্যক্তি ও গোষ্ঠীর মানচিত্র বানাতে ওপেন সোর্স গবেষণা করেছে। ছবি: টেক্সটি

২০২২ সালের একটা লম্বা সময়জুড়ে গোটা বিশ্বে ডেটা সাংবাদিকদের কাজ ও খবরের শিরোনামে ছিল ইউক্রেনে রুশ হামলা। রাশিয়ার রপ্তানি থেকে শুরু করে দেশটির সামরিক ক্ষয়ক্ষতি ও নিষেধাজ্ঞা এবং ইউক্রেনের উদ্বাস্তু ইস্যু থেকে প্রতিরক্ষা কৌশল ও শূন্য আকাশসীমা পর্যন্ত, যুদ্ধ সংশ্লিষ্ট অসংখ্য বিষয় নিয়ে কাজ ও বিশ্লেষণ করেছে ডেটা সাংবাদিকদের দলগুলো। ফেব্রুয়ারির শেষ দিকে যেভাবে যুদ্ধটি শুরু হয়েছিল, তা মনে করিয়ে দিতে এখানে রইল প্রায় ৫০টি বার্তাকক্ষের তৈরি করা প্রথম দিককার এই মানচিত্রগুলো

আরো যেসব গুরুত্বপূর্ণ ইস্যু বিশ্বব্যাপী নজর কেড়েছে, তার মধ্যে রয়েছে: জলবায়ু পরিবর্তন ও আবহাওয়াগত দুর্যোগ, আমাজন রেইনফরেস্ট ধ্বংস, ইরানে বিক্ষোভ, কপ২৭, বিশ্বকাপ এবং যুক্তরাষ্ট্রে গর্ভপাতের অধিকার বাতিল করা। ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির নেতা হিসেবে তৃতীয় মেয়াদে শি জিনপিংয়ের ক্ষমতা ধরে রাখা, ফরাসি নির্বাচনে ইমানুয়েল ম্যাক্রোঁর পুনর্নির্বাচিত হওয়া, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী পদে আকস্মিক রদবদল, এবং ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে জাইর বোলসোনারোর পরাজয়।

টুইটারে সবচেয়ে জনপ্রিয় ডেটা স্টোরি নিয়ে নোড-এক্সেলের নেটওয়ার্ক অ্যানালাইসিস এবং নিজেদের বাছাই করা প্রতিবেদন থেকে আমরা ডেটা সাংবাদিকতার শীর্ষ ১০ কলামে সপ্তাহের সেরা ডেটা স্টোরিগুলো তুলে ধরি৷ বছরের শেষটাকে স্মরণীয় করে রাখতে আমরা ২০২২ সালের সেরা ১০টি প্রকল্প বাছাই করেছি, যার মধ্যে রাশিয়ার বৈশ্বিক প্রভাব, ইউরেনিয়াম দূষণ এবং পানির বাজারে কর্তৃত্বসহ আরও অনেক কিছুই রয়েছে। 

রাশিয়ার ইনফ্লুয়েন্স নেটওয়ার্ক

ইউক্রেনে রুশ হামলা নিয়ে ২০২২ সালে যত ডেটা সাংবাদিকতা হয়েছে, তা নেহাত একটি দৃষ্টান্ত দিয়ে তুলে ধরা অসম্ভব। আমরা ইউক্রেনের ডেটা সাংবাদিকতা সংস্থা টেক্সটির (Texty.org.ua) কাজগুলোতে আলোকপাত করার সিদ্ধান্ত নিয়েছি, কারণ আমাদের সাপ্তাহিক কলামে নিয়মিতই তাদের স্টোরি থাকত। টেক্সটি তাদের সর্বশেষ স্টোরিতে উন্মুক্ত সূত্র কাজে লাগিয়ে ইউরোপে রাশিয়ার ইনফ্লুয়েন্স নেটওয়ার্ক অনুসন্ধান করেছে। সংস্থাটি এই মহাদেশে রাশিয়ার লক্ষ্য বাস্তবায়নের পক্ষে থাকা ১৯টি দেশের সন্দেহজনক ১,৩০০ জন ব্যক্তি ও প্রায় ৯০০টি প্রতিষ্ঠানের একটি সামগ্রিক তালিকা প্রকাশ করেছে। এই সমর্থক গোষ্ঠীর মধ্যে ক্লাব, সমিতি এবং শিক্ষা প্রতিষ্ঠান আছে। সন্দেহজনক ব্যক্তিদের মধ্যে আছেন স্থানীয় রাজনীতিবিদ থেকে শুরু করে অধ্যাপক ও ধর্মীয় ব্যক্তিত্বসহ বিভিন্ন খ্যাতিমান ব্যক্তিবর্গ। টেক্সটির কর্মকাণ্ডের মধ্যে আরো উল্লেখযোগ্য হল: রাশিয়ার বোমাবর্ষণ নিয়ে একটি ইন্টারেক্টিভ ম্যাপ, রুশ সামরিক ঘাঁটিগুলোর স্যাটেলাইট পর্যবেক্ষণ এবং জনপ্রিয় মিমের উপর ভিত্তি করে যুদ্ধের সবচেয়ে আলোচিত ইস্যুগুলোর বিশ্লেষণ

ইউরেনিয়ামের জের: দূষণ ও অসুস্থতা

স্নায়ুযুদ্ধে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার ফলে যুক্তরাষ্ট্রে দ্রুত ইউরেনিয়াম কারখানার প্রসার হয়েছিল, যার বেশিরভাগই ১৯৮০ দশকের মাঝামাঝিতে বন্ধ হয়ে যায়। হাজার হাজার পৃষ্ঠার সরকারি ও কর্পোরেট নথি ঘেঁটে এবং ঘটনাস্থল পরিদর্শন ও ১০০ জনের সাক্ষাৎকার নিয়ে প্রোপাবলিকার পর্যবেক্ষণ হলো: দেশটির ৪৮টি ইউরেনিয়াম কারখানা ও সাতটি প্রক্রিয়াজাত কেন্দ্র থেকে বিষাক্ত উপজাত অপসারণের সরকারি কর্মকাণ্ডে সমস্যা রয়েছে। অলাভজনক এই বার্তাকক্ষ খোদ রাষ্ট্রীয় সংস্থার প্রতিবেদনের সূত্র দিয়ে বলেছে, এই স্থাপনাগুলোর কাছাকাছি থাকা বাসিন্দারা ক্যান্সারের অধিকতর ঝুঁকিতে রয়েছেন এবং এই স্থাপনাগুলোর অন্তত ৮৪ ভাগ ভূগর্ভস্থ পানিকে দূষিত করে।

পানি সম্পদে অফশোর কোম্পানির কর্তৃত্ব

একটি দেশের পানি সম্পদের ওপর নিয়ন্ত্রণ দেশটির অর্থনৈতিক ও সামাজিক ব্যবস্থার জন্য অত্যন্ত জরুরি। আশ্চর্যজনক হলেও, গার্ডিয়ানের এক অনুসন্ধানে দেখা গেছে যে, ইংল্যান্ডের পানি সম্পদের একটি উল্লেখযোগ্য অংশ – অন্তত ৭২% – বেসরকারি, অফশোর বিনিয়োগকারীদের নিয়ন্ত্রণে। দেশটির পানি সংশ্লিষ্ট সংস্থাগুলোর শেয়ারহোল্ডারদের অনুসরণ করে সাংবাদিকেরা ইংল্যান্ডের পানির বাজারের মূল মালিকদের সনাক্ত করতে সক্ষম হন। এদের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের একটি বিনিয়োগ তহবিল, কানাডার দুটি পেনশন তহবিল এবং এশিয়ার সাতটি দেশের ব্যবসা প্রতিষ্ঠান।

দাস-মালিকদের কংগ্রেশনাল ডেটাবেস

এক সময় দাসদের মালিক ছিলেন, এমন আঠারোশোর বেশি মার্কিন কংগ্রেস সদস্যের তালিকা করেছে ওয়াশিংটন পোস্ট, যা এ ধরনের প্রথম ইতিহাসভিত্তিক ডেটাবেস। আদমশুমারির হাজার হাজার পৃষ্ঠা তথ্য, এবং অছিয়তনামা, জার্নাল ও প্ল্যানটেশনের দলিলপত্রের মত অন্যান্য ঐতিহাসিক নথি যাচাই করে ১৭৮৯ থেকে ১৯২৩ সালের মধ্যে ৪০টি অঙ্গরাজ্যের দাস-মালিক কংগ্রেস সদস্যদের সনাক্ত করেছে ওয়াশিংটন পোস্ট। গিটহাবে এ সম্পর্কিত ডেটা পাবেন

বসবাসের অযোগ্য পৃথিবী

জলবায়ু মডেলগুলোর ভবিষ্যদ্বাণী অনুযায়ী, ২১০০ সালের মধ্যে জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট আবহাওয়াজনিত দূর্যোগে পৃথিবীর অনেক স্থান বসবাসের অযোগ্য হয়ে পড়বে। বার্লিনার মর্গেনপোস্টের ইন্টারঅ্যাক্টিভ দল, ফাঙ্কে ইন্টারঅ্যাক্টিভ, একটি ঘূর্ণায়মান বিশ্বের ত্রিমাত্রিক চিত্র তুলে ধরেছে যেখানে এই শতাব্দীর শেষ নাগাদ বিশ্ববাসী চরম উষ্ণতা, পানি সংকট, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও মৌসুমি ঘূর্ণিঝড়ের শিকার হবে। অনলাইন জার্নালিজম অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্সি অ্যান্ড ইনোভেশন ইন ভিজ্যুয়াল ডিজিটাল স্টোরিটেলিং পুরস্কার জয়ী এই প্রতিবেদনটি ইংরেজিজার্মান ভাষায় পাওয়া যায়।

https://twitter.com/benjazehr/status/1564660443121127424

স্পেনে সিজারিয়ান ডেলিভারির হার

স্পেনের ৩৬০টি সরকারি ও বেসরকারি হাসপাতালের মধ্যে সিজারিয়ান সেকশনে বাচ্চা প্রসবের হারে বেশ তারতম্য রয়েছে। প্রথমবারের মতো সেই তথ্য একটি সার্চযোগ্য ডেটাবেসে এনেছে এলডিয়ারিও (elDiario.es)। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত সিজারিয়ানের মাধ্যমে সন্তান প্রসব সম্পর্কিত বেনামি নথির সঙ্গে ওপেন ডেটা সোর্সের ক্রস-রেফারেন্স করে অনলাইন নিউজ সাইটটি হাসপাতালভিত্তিক ডেটা সনাক্ত করতে সক্ষম হয়। রিপোর্টারেরা দেখেছেন যে ২৮টি হাসপাতালে সি-সেকশনের হার ৪৫% এর বেশি, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার গ্রহণযোগ্য হারের প্রায় তিনগুণ।

https://twitter.com/iboneolza/status/1581926161126690821

হাইতির হারানো বিলিয়ন 

এই চমকপ্রদ ইতিহাস-নির্ভর অনুসন্ধানে স্বাধীনতা রক্ষার জন্য হাইতি কীভাবে দেশটির সাবেক ফরাসি প্রভুকে ক্ষতিপূরণ দিতে বাধ্য হয়েছিল। এটি নথিবদ্ধ করতে গিয়ে একাডেমিক গবেষণা, আর্থিক প্রতিবেদন, সরকারি বাজেট, পুরনো খতিয়ান এবং আরও অনেক নথি খতিয়ে দেখেছে নিউ ইয়র্ক টাইমস। এই ঋণের ফলে গত দুই শতকে হাইতির যে অস্বাভাবিক আর্থিক ক্ষতি হয়েছে সেটি হিসেব করে বের করেছেন পত্রিকাটির সাংবাদিকেরা এবং দেশটির জনগণ, অবকাঠামো ও অর্থনীতিতে এর ধ্বংসাত্মক প্রভাবও খুঁজে বের করেছেন।

লাতিন আমেরিকায় প্রতিযোগিতাহীন চুক্তি

নেটওয়ার্ক অব জার্নালিস্টস অব ল্যাটিন আমেরিকা ফর ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যান্টিকরাপশন (রেড পাল্টা) মধ্য ও দক্ষিণ আমেরিকায় ঔষধ শিল্পে সরকারি সম্পদ বিনিয়োগের প্রক্রিয়া অনুসন্ধান করেছে। তথ্য অধিকার আইনে আবেদন ও উন্মুক্ত ডেটাবেসের কল্যাণে ২০১৭ ও ২০২১ সালের মধ্যে পাঁচটি দেশে মানসিক স্বাস্থ্য সংশ্লিষ্ট ক্রয়চুক্তিগুলো দেখেছে ও বিশ্লেষণ করেছে জোটবদ্ধ দলটি। দেশগুলো হলো: আর্জেন্টিনা, চিলি, গুয়াতেমালা, পেরু ও উরুগুয়ে। তাদের পাওয়া তথ্য অনুযায়ী, যেসব দর প্রক্রিয়ায় সাইকোট্রপিক ওষুধ ক্রয়ের চুক্তি হয়েছে তাদের বেশিরভাগের ক্ষেত্রেই মাত্র একটি দরদাতা ছিল অথবা একই কোম্পানির বিভিন্ন সাবসিডিয়ারি তাতে অংশ নিয়েছে।

কোভিড-১৯ টিকাদানে মেরুকরণ

কোভিড-১৯ ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ভ্যাক্সিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কিন্তু ভক্স যুক্তরাষ্ট্রে একটি উল্লেখযোগ্য সংখ্যালঘু গোষ্ঠীকে নথিভুক্ত করেছে যারা এর কার্যকারিতার প্রমাণ থাকা সত্ত্বেও টিকা নিতে চাননি। সাক্ষাৎকারে ভাগ করা ১৫টি চার্ট ব্যবহার করে চ্যানেলটি টিকাদানে মার্কিন রক্ষণশীল ও উদারপন্থীদের মধ্যকার পার্থক্যের একটি সহজ কিন্তু বুদ্ধিদীপ্ত ব্যাখ্যা দাঁড় করিয়েছে। প্রতিবেদনটিতে আরও উঠে এসেছে, ভ্যাকসিন নিয়ে দ্বিধাদ্বন্দ্বের পেছনে দুটি কারণ হলো মহামারির ভয়াবহতা নিয়ে ভুল তথ্য ও অবিশ্বাস।

সংবাদে নারীর ভ্রান্ত উপস্থাপন 

সংবাদে পুরুষদের তুলনায় নারীদের কম দেখানো হয়। আর দ্য পুডিং-এর গবেষণায় দেখা যায়, শিরোনামে যখন নারীকে উপস্থাপন করা হয়েছে, সেখানে প্রায় ক্ষেত্রেই বেশ চটকদার ভাষা ব্যবহার হয়েছে এবং সেগুলো বিদ্যমান গৎবাঁধা ধারণাকে জোরদার করেছে। ভাষার ধরন ও নারী-কেন্দ্রিক শিরোনামে ব্যবহৃত সাধারণ থিম বা শব্দ এবং সময়ের সঙ্গে এই প্রবণতা পরিবর্তনের (বা পরিবর্তন না হওয়ার) প্রক্রিয়া সনাক্ত করতে এই লংফর্ম ডেটা সাংবাদিকতা সাইট ২০০৫ থেকে ২০২১ সালের মধ্যে চারটি দেশের ৩৮২,১৩৯টি সংবাদ শিরোনাম বিশ্লেষণ করেছে।

বোনাস: বিতর্ক

ডেটা সাংবাদিকতা কমিউনিটি এ বছর টুইটারে বেশ সরব ছিল। এই আলোচনায় মনে রাখার মত তিনটি বিষয় রয়েছে। এদের একটি, কোভিডের ধরন নিয়ে নিউ ইয়র্ক টাইমসের বানানো এই সর্পিল গ্রাফ। কারণ গ্রাফটি বছরের শুরুতে  অনলাইনে উত্তপ্ত বিতর্কের জন্ম দিয়েছে। এই বিতর্কের সাক্ষী না হয়ে থাকলে এখানে দেখুনইউক্রেনের রাজনৈতিক সংবেদনশীল অঞ্চলগুলোকে কীভাবে যথাযথভাবে চিহ্নিত করা যায় এবং রুশ হামলায় মাঠপর্যায়ের পরিস্থিতি সবচেয়ে ভালোভাবে কীভাবে তুলে ধরা যায়, তা নিয়েও বিতর্ক ছিল।

বোনাস: গেমস

এ বছর আমাদের কলামে গেমস নিয়ে বেশ কয়েকটি আকর্ষণীয় খবর তুলে ধরেছি যা বছরের শেষ দিকের ছুটির দিনগুলোতে বিনোদনের খোরাক জোগাতে পারে৷ এখানে আমাদের প্রিয় গেমসের একটি সংকলন দেওয়া হল: ওয়াশিংটন পোস্ট মার্কিন কংগ্রেশনাল ডিস্ট্রিক্টগুলোর অদ্ভূত আকৃতি নিয়ে একটি ছোট ইন্টারঅ্যাক্টিভ গল্ফ গেমস বানিয়েছে। নিউ ইয়র্ক টাইমস এই “এসো নিজে আঁকি” গেমসে পাঠকদের তাদের রাজনৈতিক দলকে ক্ষমতায় আনার চ্যালেঞ্জ দিয়েছে। ফাইন্যান্সিয়াল টাইমস ২০৫০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যের ঘরে নামিয়ে আনতে পাঠকের দূরদর্শী নীতি-সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা যাচাই করেছে। আর সবশেষে, জার্মান পত্রিকা বার্লিনার মরগেনপোস্ট পাঠকদের জন্য টেট্রিস-এর মতো একটি গেম বানিয়েছে যাতে তাদের জীবনযাত্রায় কার্বন নিঃসরণের পরিমাণ জলবায়ু বাজেটের নির্ধারিত সীমারেখা অতিক্রম করে কিনা তা খুঁজে বের করা যায়

লিঙ্ক ও গ্রাফ সংগ্রহে সহায়তার জন্য কানেক্টেড অ্যাকশনের মার্ক স্মিথহ্যারল্ড মায়ারকে আবারো ধন্যবাদ। ২০২৩ সালের ১৩ই জানুয়ারির আগ পর্যন্ত ‍জিআইজেএনের ডেটা সাংবাদিকতার সেরা দশ তালিকা প্রকাশিত হবে না।


ইউনিস অউ জিআইজেএনের প্রোগ্রাম ম্যানেজার। এর আগে তিনি সিঙ্গাপুরের স্ট্রেইটস টাইমসের মালয়েশিয়া প্রতিনিধি ও নিউ স্ট্রেইটস টাইমসের সাংবাদিক হিসেবে কাজ করেছেন। এছাড়া তিনি দ্য সান, মালয়েশিয়া টুডে ও মাদাম চেয়ারের জন্য লিখেছেন।

ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধীনে আমাদের লেখা বিনামূল্যে অনলাইন বা প্রিন্টে প্রকাশযোগ্য

লেখাটি পুনঃপ্রকাশ করুন


Material from GIJN’s website is generally available for republication under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International license. Images usually are published under a different license, so we advise you to use alternatives or contact us regarding permission. Here are our full terms for republication. You must credit the author, link to the original story, and name GIJN as the first publisher. For any queries or to send us a courtesy republication note, write to hello@gijn.org.

পরবর্তী

ডেটা সাংবাদিকতা

রাষ্ট্র যদি তথ্য লুকায়, অনুসন্ধান করবেন কি করে: বেলারুশ যা শেখাল

নিষেধাজ্ঞা সত্ত্বেও কী করে বেলারুশের উৎপাদিত সার বিশেষ করে ইউরিয়া ইউরোপিয় ক্রেতাদের হাতে পৌঁছাচ্ছে এবং কীভাবে বেলারুশের বৃহত্তম রাষ্ট্রীয় সার উৎপাদনকারী প্রতিষ্ঠান উৎপাদনকারী দেশের নাম গোপন করছে  ২০২৩ সালে তা উদ্ঘাটন করেছেন বেলারুশের সাংবাদিকেরা। গোপন তথ্যের খোঁজে তাঁরা ব্যবহার করেছেন নানা সূত্র।

ডেটা সাংবাদিকতা পরামর্শ ও টুল

গুগলশিট ব্যবহার করে কীভাবে দরকারি ডেটা খুঁজবেন

স্প্রেডশিট থেকে ডেটা বাছাই কিংবা প্রয়োজনীয় তথ্য দ্রুত কীভাবে খুঁজতে হয়, তা জানা প্রয়োজন। আর এ জন্য স্প্রেডশিট ব্যবহারে দক্ষতা থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এতে করে আপনি তুলে আনতে পারবেন দারুন সব গল্প।

data journalism missing piece mistake

ডেটা সাংবাদিকতা সংবাদ ও বিশ্লেষণ

ডেটা সাংবাদিকতার ১০ সাধারণ ভুল

যে কোনো বিষয়ে জোরালো তথ্য-উপাত্ত উপস্থাপন করে ডেটা সাংবাদিকতা পুরো সংবাদের জগতে সাড়া ফেলে দিয়েছে। কিন্তু ডেটা সাংবাদিকতা কি সীমাবদ্ধতার ঊর্ধ্বে? জানতে পড়ুন রোয়ান ফিলিপের বিশ্লেষণ।

টিপশীট ডেটা সাংবাদিকতা পরামর্শ ও টুল

টিপশিট: আপনার অনুসন্ধানে কীভাবে সামুদ্রিক ডেটা ব্যবহার করবেন

সমুদ্র সংক্রান্ত ডেটার ধরন হতে পারে বহুবিচিত্র। সমুদ্রে দূষণ, জীববৈচিত্র্য পরিস্থিতি অথবা অর্থবাণিজ্য— এমন বিভিন্ন ধরনের ডেটা, সাংবাদিকেরা ব্যবহার করতে পারেন তাদের রিপোর্টিংয়ে। এই টিপশিটে পাবেন অনুসন্ধানে সামুদ্রিক ডেটা ব্যবহারের পরামর্শ ও রিসোর্সের খোঁজ।