জিআইজেসি২৫ গ্লোবাল শাইনিং লাইট অ্যাওয়ার্ড : আবেদন গ্রহণ শুরু
আর্টিকেলটি পড়ুন এই ভাষায়:
জিআইজেএন স্টাফ
গ্লোবাল শাইনিং লাইট অ্যাওয়ার্ড-এর জন্য জমা নেওয়া হচ্ছে আবেদন। গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম নেটওয়ার্ক—জিআইজেএন অনুসন্ধানী সাংবাদিকতার স্বীকৃতি হিসেবে অন্যন্য এ পুরস্কারটি প্রদান করে । এর মাধ্যমে উন্নয়নশীল ও উদীয়মান দেশের সেইসব অনুসন্ধানী সাংবাদিকতাকে সম্মানিত করা হয় যাঁরা নানা হুমকি, চাপ ও অবরুদ্ধ পরিস্থিতির মধ্যে থেকেও অনুসন্ধানী সাংবাদিকতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। আবেদনের জন্য এ লেখার শেষে দেওয়া লিঙ্কটি দেখুন।
আগের ধারাবাহিকতায় এ বছরও দুটি বিভাগে পুরস্কার দেওয়া হবে: ছোট ও মাঝারি প্রতিষ্ঠান (যেখানে ফ্রিল্যান্সসহ কর্মী সংখ্যা সর্বোচ্চ ২০ জন বা তার কম) এবং বড় প্রতিষ্ঠান (যেখানে কর্মী ২০–এর বেশি)। শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত সাংবাদিকেরা পাবেন সম্মাননা স্মারক, ২৫০০ মার্কিন ডলার, এবং মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিতব্য ২০২৫ গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম কনফারেন্সে উপস্থিত হয়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমন্ত্রিত শত শত সহকর্মীর সামনে এই পুরস্কার গ্রহণের সুযোগ।
অনেক বেশি আবেদন আসার কারণে, আমরা আপনাদের রিপোর্টের অনলাইন লিংক পাঠানোর অনুরোধ করছি। আপনার প্রতিবেদনের যদি কোনো উন্মুক্ত লিংক না থাকে, তাহলে গুগল ড্রাইভ বা ড্রপবক্সে তা আপলোড করুন, এবং সেই লিংকটি এই ঠিকানায় শেয়ার করুন: shininglightaward@gijn.org। অসুবিধা হলে আমাদের ইমেইল করুন।
আপনার রিপোর্টটি যদি ইংরেজি ছাড়া অন্য কোনো ভাষায় হয়, তাহলে প্রিন্ট বা অনলাইন স্টোরির সঙ্গে অবশ্যই ইংরজিতে লেখা একটি বিস্তারিত সারাংশ জুড়ে দিতে হবে। প্রতিবেদনটি ব্রডকাস্ট হলে সঙ্গে স্ক্রিপ্টের ইংরেজি প্রতিলিপি যুক্ত করতে হবে।
২০২৩ গ্লোবাল শাইনিং লাইট পুরস্কার বিজয়ীদের সাথে মঞ্চে উপস্থিত সম্মানিত ব্যক্তিরা। ছবি: লিওনার্দো পেরাল্টা, জিআইজেএন
এই পুরস্কারটি বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ২০২৩ সালে আমাদের কাছে ৮৪টি দেশ থেকে রেকর্ড পরিমান ৪১৯টি আবেদন জমা পড়ে। ১২টি চূড়ান্ত প্রতিবেদনের মধ্য থেকে বিচারকেরা এবার নির্বাচন করবেন চারটি পুরস্কার এবং দুইটি শ্রেষ্ঠ প্রতিবেদনের জন্য সনদ। আবেদনের শেষ সময়: ২৮ ফেব্রুয়ারি, ২০২৫।
গ্লোবাল শাইনিং লাইট পুরস্কারে আবেদনের জন্য এখানে ক্লিক করুন।