প্রবেশগম্যতা সেটিংস

লেখাপত্র

জিআইজেসি২৩ এর জন্য কোনো সেশনের আইডিয়া থাকলে পাঠিয়ে দিন!

আর্টিকেলটি পড়ুন এই ভাষায়:

English

নোট: আইডিয়া পাঠানোর সময় শেষ হয়ে গেছে। ডেডলাইন ছিল ১০ জানুয়ারি, ২০২৩।

আসছে গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম কনফারেন্স অনুষ্ঠিত হবে ২০২৩ সালের ১৯-২৬শে সেপ্টেম্বর, সুইডেনের গোথেনবার্গে বিশ্বমানের সুইডিশ এক্সিবিশন অ্যান্ড কংগ্রেস সেন্টারে। সম্মেলনের সহ-আয়োজক গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম নেটওয়ার্ক, লিনিয়াস ইউনিভার্সিটির ফোয়ো মিডিয়া ইনস্টিটিউট এবং সুইডেনের অনুসন্ধানী সাংবাদিকদের জাতীয় সমিতি ফরেনিংগেন গ্রাভান্দে জার্নালিস্টার

অনুসন্ধানী সাংবাদিকদের সেরা সম্মেলন আয়োজনের লক্ষ্যে জিআইজেসি২৩ এখন সেশনগুলোর জন্য ভালো আইডিয়া খুঁজছে। দারুণ কোনো আইডিয়া থাকলে, প্রস্তাব করতে পারেন আপনিও। ১০ই জানুয়ারী, ২০২৩ এর মধ্যে নিচের ফর্মটি পূরণ করুন। আমাদের সম্মেলন পর্ষদ সেগুলো বিবেচনা করবে৷

যে বিষয়গুলো মনে রাখতে হবে:

জিআইজেসি এক ধরনের প্রশিক্ষণ সম্মেলন, যেখানে শতভাগ নজর থাকে অনুসন্ধানী কৌশল ও পরামর্শে। আমরা চাই সম্মেলনের অধিবেশনগুলো যেন দক্ষতা-ভিত্তিক হয়, যেন সারা বিশ্বের সাংবাদিকেরা নতুন জ্ঞান ও অনুসন্ধান কৌশল জেনে বাড়ি ফিরতে পারেন।

এখানে আমরা যা চাই না, তা হলো: আপনার আগের স্টোরিগুলো কতটা দারুণ ছিল, তা নিয়ে কোনো “লড়াইয়ের গল্প” নয়। নয় কোনো নীতি-বিষয়ক আলোচনা। আর জেন্ডার ও ভৌগলিক অবস্থানের প্রেক্ষিতে সেশনগুলো হতে হবে ভারসাম্যপূর্ণ।

আমাদের সেশনগুলো মূলত তিন ধরনের হয়:

  • প্যানেল (সাধারণত তিনজন বক্তা ও একজন মডারেটর)
  • কর্মশালা (সাধারণত এক বা দুইজন প্রশিক্ষক ছোট ছোট সেশন পরিচালনা করেন)
  • নেটওয়ার্কিং সেশন (ভাষা, অঞ্চল বা বিষয় ভিত্তিক অনানুষ্ঠানিক বৈঠক)

অতীতের সফল সেশনের কিছু উদাহরণ পাবেন জিআইজেসি১৩ , জিআইজেসি১৫, জিআইজেসি১৭ এবং জিআইজেসি২১ এর অনুষ্ঠানসূচিতে।

আমরা আশা করি, জিআইজেসি২৩ হবে অনুসন্ধানী সাংবাদিকদের সবচেয়ে বড় আন্তর্জাতিক সমাবেশ । এই সম্মেলনকে চমৎকারভাবে তুলে ধরতে এবং স্মরণীয় আয়োজনে রূপ দিতে এখানে আপনারও অবদান রাখার সুযোগ আছে। সহায়তার হাত বাড়ানোর জন্য আপনাকে আগাম ধন্যবাদ, আর দেখা হবে গোথেনবার্গে!

নোট: সম্মেলনের ভাষা হবে ইংরেজি। তাই সম্ভাব্য বক্তাদেরও ইংরেজি ভাষা বলা ও অনুধাবনে স্বচ্ছন্দ হতে হবে। আপনার পরামর্শ বা আইডিয়াগুলোও লিখুন ইংরেজিতে।

লেখাটি পুনঃপ্রকাশ করুন


Material from GIJN’s website is generally available for republication under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International license. Images usually are published under a different license, so we advise you to use alternatives or contact us regarding permission. Here are our full terms for republication. You must credit the author, link to the original story, and name GIJN as the first publisher. For any queries or to send us a courtesy republication note, write to hello@gijn.org.

পরবর্তী

অনুসন্ধান পদ্ধতি পরামর্শ ও টুল

টিকটকে ভুল তথ্য: ডকুমেন্টেড কীভাবে বিভিন্ন ভাষার শত শত ভিডিও যাচাই করেছে 

শুধুমাত্র সঠিক তথ্যের অভাবে কত অভিবাসীই না প্রতারিত হন। অভিবাসন প্রত্যাশী মানুষ কখনও কখনও টিকটকের তথ্যের ওপর ভর করে ঘরবাড়ি ছেড়ে অজানা গন্তব্যে পাড়ি জমায়। কোন অ্যাকাউন্টগুলো এসব অপতথ্য ছড়ায়? কীভাবে পাওয়া যাবে তাদের হদিস? অনুসন্ধান পদ্ধতিই বা কি – জানতে পড়ুন এই প্রতিবেদনটি।

সংবাদ ও বিশ্লেষণ সম্পাদকের বাছাই

জিআইজেএন রিসোর্স সেন্টারের ২০২৪ সালের সেরা গাইড ও টিপশিট

অনুসন্ধানী সাংবাদিকতার শুরু থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয় সাংবাদিকদের। তথ্য সংগ্রহ, অংশীদারত্বমূলক কাজ, প্রকল্পের অর্থ যোগান , পরিবেশ ও জলবায়ু পরিবর্তন কিংবা জ্বালানী বিষয়ক প্রতিবেদন তৈরির জন্য প্রয়োজনীয় তথ্য, অনুসন্ধান প্রক্রিয়ার রসদ পেতে বেশ কিছু গাইড প্রকাশ করেছে জিআইজেএন। দেখুন এই প্রতিবেদন।

পরামর্শ ও টুল সংবাদ ও বিশ্লেষণ সম্পাদকের বাছাই

জিআইজেএনের ২০২৪ সালের সেরা অনুসন্ধানী টুল

কৌতূহল, সাহস ও অংশিদারত্ব বছরজুড়ে অনুসন্ধানী সাংবাদিকতাকে এগিয়ে নিয়েছে। এই সাংবাদিকতাকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়েছে দারুন কিছু টুল। একনজরে দেখে নিন চলতি বছরের সাড়া জাগানো অনুসন্ধানে ব্যবহৃত টুল ছিল কোনগুলো।

সম্পাদকের বাছাই

প্রাণঘাতী আন্দোলন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং দুর্নীতি অনুসন্ধান: ২০২৪ সালে বাংলাদেশের সেরা অনুসন্ধানী প্রতিবেদন

আরও স্থান পেয়েছে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে অংশগ্রহণকারীদের নিয়ে অনুসন্ধান, জনসংখ্যার ডেটা নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত গরমিল ও ক্ষমতাধর পুলিশ প্রধানের শিক্ষাগত যোগ্যতার প্রসঙ্গ।