

জিআইজেসি২৩ এর জন্য কোনো সেশনের আইডিয়া থাকলে পাঠিয়ে দিন!
নোট: আইডিয়া পাঠানোর সময় শেষ হয়ে গেছে। ডেডলাইন ছিল ১০ জানুয়ারি, ২০২৩।
আসছে গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম কনফারেন্স অনুষ্ঠিত হবে ২০২৩ সালের ১৯-২৬শে সেপ্টেম্বর, সুইডেনের গোথেনবার্গে বিশ্বমানের সুইডিশ এক্সিবিশন অ্যান্ড কংগ্রেস সেন্টারে। সম্মেলনের সহ-আয়োজক গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম নেটওয়ার্ক, লিনিয়াস ইউনিভার্সিটির ফোয়ো মিডিয়া ইনস্টিটিউট এবং সুইডেনের অনুসন্ধানী সাংবাদিকদের জাতীয় সমিতি ফরেনিংগেন গ্রাভান্দে জার্নালিস্টার।
অনুসন্ধানী সাংবাদিকদের সেরা সম্মেলন আয়োজনের লক্ষ্যে জিআইজেসি২৩ এখন সেশনগুলোর জন্য ভালো আইডিয়া খুঁজছে। দারুণ কোনো আইডিয়া থাকলে, প্রস্তাব করতে পারেন আপনিও। ১০ই জানুয়ারী, ২০২৩ এর মধ্যে নিচের ফর্মটি পূরণ করুন। আমাদের সম্মেলন পর্ষদ সেগুলো বিবেচনা করবে৷
যে বিষয়গুলো মনে রাখতে হবে:
জিআইজেসি এক ধরনের প্রশিক্ষণ সম্মেলন, যেখানে শতভাগ নজর থাকে অনুসন্ধানী কৌশল ও পরামর্শে। আমরা চাই সম্মেলনের অধিবেশনগুলো যেন দক্ষতা-ভিত্তিক হয়, যেন সারা বিশ্বের সাংবাদিকেরা নতুন জ্ঞান ও অনুসন্ধান কৌশল জেনে বাড়ি ফিরতে পারেন।
এখানে আমরা যা চাই না, তা হলো: আপনার আগের স্টোরিগুলো কতটা দারুণ ছিল, তা নিয়ে কোনো “লড়াইয়ের গল্প” নয়। নয় কোনো নীতি-বিষয়ক আলোচনা। আর জেন্ডার ও ভৌগলিক অবস্থানের প্রেক্ষিতে সেশনগুলো হতে হবে ভারসাম্যপূর্ণ।
আমাদের সেশনগুলো মূলত তিন ধরনের হয়:
- প্যানেল (সাধারণত তিনজন বক্তা ও একজন মডারেটর)
- কর্মশালা (সাধারণত এক বা দুইজন প্রশিক্ষক ছোট ছোট সেশন পরিচালনা করেন)
- নেটওয়ার্কিং সেশন (ভাষা, অঞ্চল বা বিষয় ভিত্তিক অনানুষ্ঠানিক বৈঠক)
অতীতের সফল সেশনের কিছু উদাহরণ পাবেন জিআইজেসি১৩ , জিআইজেসি১৫, জিআইজেসি১৭ এবং জিআইজেসি২১ এর অনুষ্ঠানসূচিতে।
আমরা আশা করি, জিআইজেসি২৩ হবে অনুসন্ধানী সাংবাদিকদের সবচেয়ে বড় আন্তর্জাতিক সমাবেশ । এই সম্মেলনকে চমৎকারভাবে তুলে ধরতে এবং স্মরণীয় আয়োজনে রূপ দিতে এখানে আপনারও অবদান রাখার সুযোগ আছে। সহায়তার হাত বাড়ানোর জন্য আপনাকে আগাম ধন্যবাদ, আর দেখা হবে গোথেনবার্গে!
নোট: সম্মেলনের ভাষা হবে ইংরেজি। তাই সম্ভাব্য বক্তাদেরও ইংরেজি ভাষা বলা ও অনুধাবনে স্বচ্ছন্দ হতে হবে। আপনার পরামর্শ বা আইডিয়াগুলোও লিখুন ইংরেজিতে।