প্রিভিউ: গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম কনফারেন্স
আর্টিকেলটি পড়ুন এই ভাষায়:
আসছে ১-৫ নভেম্বর, আমাদের সঙ্গে যোগ দিন ওয়াচডগ সাংবাদিকতার প্রধান আন্তর্জাতিক সম্মেলন: ১২তম গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম কনফারেন্সে (জিআইজেসি)। এবারই প্রথম জিআইজেসি অনুষ্ঠিত হবে সম্পূর্ণ অনলাইনে। সশরীর উপস্থিতির কনফারেন্সগুলোর মতো এবারও আমরা বিশ্বের সেরা অনুসন্ধানী সাংবাদিকদের একটি অসাধারণ লাইনআপ পরিকল্পনা করছি, যার কেন্দ্রবিন্দুতে থাকবে অন্যায় ও ক্ষমতার অপব্যবহার উন্মোচনের জন্য দরকারি টুলের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেওয়া।
আমরা শিগগিরই চালু করব কনফারেন্স সাইট, তারপর শুরু হবে রেজিস্ট্রেশন। কিন্তু তার আগে জিআইজেএন ও সহযোগীরা কী পরিকল্পনা করছে, তার একটি প্রিভিউ রইল আপনাদের জন্য:
অনুসন্ধানের সবচেয়ে উন্নত কৌশল নিয়ে সপ্তাহব্যাপী কর্মশালা, প্যানেল ও নেটওয়ার্কিং: সোমবার থেকে শুক্রবার পর্যন্ত, প্রতিদিনই কর্মসূচির পরিকল্পনা করেছি আমরা। থাকবে প্যানেল আলোচনা, এই পেশার সেরাদের নিয়ে কর্মশালা এবং অন্যদের সঙ্গে আপনার সংযোগ ঘটিয়ে দিতে একাধিক নেটওয়ার্কিং সেশন।
রিপোর্টিংয়ের টিপস, টুলস এবং প্রযুক্তি: গুরুত্বপূর্ণ ইস্যুতে (যেমন: জলবায়ু পরিবর্তন, দুর্নীতি, সংগঠিত অপরাধ, স্বাস্থ্য ও চিকিৎসা, আদিবাসী সমস্যা, নির্বাচন, নারী) অনুসন্ধানী সাংবাদিকতার কৌশল (অনলাইন অনুসন্ধান, ডেটা জার্নালিজম, স্যাটেলাইট চিত্র, আন্তঃসীমান্ত প্রকল্প, ভিডিও ফরেনসিক, পডকাস্ট এবং ডকুমেন্টারি) নিয়ে সেশনের পরিকল্পনা থাকছে; তার সঙ্গে ওয়ার্কশপ (মানসিক চাপ, ফ্লাইট ট্র্যাকিং, তহবিল সংগ্রহ, সর্বশেষ নিরাপত্তা টিপস) এবং আরও অনেক কিছু।
ডেটা, ডেটা এবং আরও ডেটা: এই সম্মেলনের সিকিভাগজুড়েই থাকবে ডেটা সাংবাদিকতা। আমরা বিশ্বের সেরা ডেটা সাংবাদিকদের জড়ো করছি আলোচনা ও কর্মশালার জন্য। এখানে স্প্রেডশিটের মতো প্রারম্ভিক বিষয় যেমন থাকবে, তেমনি থাকবে ডেটাবেস ম্যানেজার ও এসকিউএলের মতো মাঝারি পর্যায়ের কৌশল এবং “আর” ও পাইথনে কোডিংয়ের উন্নততর প্রশিক্ষণ। আরও থাকবে: ম্যাপিং, ডেটা ভিজ্যুয়ালাইজেশন, ডেটা ক্লিনিং এবং ওয়েব স্ক্র্যাপিং করার হাতে-কলমে শিক্ষা।
বিশ্বজোড়া সময়সূচি: প্রতিদিন, আমাদের সময়সূচি বদলাবে বিশ্বের একেকটি অঞ্চলের সঙ্গে মিল রেখে। মঙ্গলবার যদি হয় আমেরিকা, তাহলে বুধবারে ইউরোপ/আফ্রিকা/মধ্যপ্রাচ্য আর বৃহস্পতিবারে যাব এশিয়া/প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। এশিয়া/প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য ঠিক করা দিনটি সাজাতে আমাদের সহায়তা করছে অস্ট্রেলিয়ার জুডিথ নিলসন ইনস্টিটিউট। তারা সেদিন সিডনিতে একটি সশরীর অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করছে।
অনুবাদ: আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি অঞ্চলের জন্য একাধিক ভাষায় যুগপৎ অনুবাদের ব্যবস্থা রাখছি। আমেরিকার জন্য স্প্যানিশ ও পর্তুগিজ; ইউরোপ/আফ্রিকা/মধ্যপ্রাচ্যের জন্য আরবি, ফরাসি ও রাশিয়ান; এবং এশিয়া/প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য চীনা ও জাপানি। (দাতা সংস্থা: এখানে আপনাদের সহায়তা দারুণ কাজে আসবে! আমাদের সঙ্গে যোগাযোগ করুন।)
নেটওয়ার্কিং: জিআইজেসি, নেটওয়ার্কিং-এর জন্য বিখ্যাত। আমরা অনলাইনেও এটি ধরে রাখার যথাসাধ্য চেষ্টা করছি। তাই আন্তঃসীমান্ত রিপোর্টিংয়ের জন্য অঞ্চলভিত্তিক মিট-আপ যেমন থাকবে, তেমনি থাকবে একাডেমিকদের জন্য বিশেষ সেশন এবং সিডনিতে আগামী বছরের গ্লোবাল কনফারেন্স নিয়ে মতবিনিময়। আমরা একটি প্ল্যাটফর্মের ব্যবস্থা করেছি যাতে একজন অংশগ্রহণকারী অন্যের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং প্রয়োজনে নিজেরাই বৈঠক আয়োজন করতে পারেন। আমাদের সর্বশেষ সম্মেলনে ১৩১টি দেশের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। এখানে অন্যদের সঙ্গে সংযোগ গড়ে তোলার অসাধারণ সুযোগ রয়েছে।
প্রদর্শনী: জিআইজেসি২১-এ আমরা গণমাধ্যম, অলাভজনক প্রতিষ্ঠান, রিসোর্স সেন্টার, দাতা এবং অন্যান্য সংগঠনের জন্য একটি অনলাইন মার্কেটপ্লেস রাখছি। এখানে বিনা মূল্যে ভার্চ্যুয়াল স্টল স্থাপন করতে পারবেন অংশগ্রহণকারীরা। আর আপনি একটি বৈশ্বিক ডিরেক্টরি ঘেঁটে দেখতে পাবেন; জবাবদিহি, স্বচ্ছতা এবং ওয়াচডগ সাংবাদিকতার মতো বিষয়ে গুরুত্বপূর্ণ কাজ কারা করছেন।
ফেলোশিপ: আগামী ১৭ আগস্ট পর্যন্ত আমরা ফেলোশিপের জন্য আবেদন করার সুযোগ দিচ্ছি উন্নয়নশীল এবং রূপান্তরের পথে থাকা দেশের সাংবাদিকদের। নির্বাচিত হলে তাঁরা বিনা মূল্যে এই সপ্তাহজোড়া সম্মেলনে অংশগ্রহণের সুযোগ এবং ছয় মাসের জন্য সব কনফারেন্স ভিডিওর অ্যাকসেস পাবেন। আবেদন করতে আমাদের এই পেজটি দেখুন।
স্পন্সরশিপ: জিআইজেসি২১ এর সহ-স্পন্সর হতে আগ্রহী? স্পন্সরশিপ শুরু হচ্ছে ২৫০০ মার্কিন ডলার থেকে (এবং জিআইজেএনের সদস্য সংগঠনের জন্য ১০ টিকিট বা ১০০০ ডলার অনুদান)। স্পন্সরদের লোগোগুলোকে দৃশ্যমানভাবে উপস্থাপন করা হয় এবং তাঁরা ফ্রি পাস ও অন্যান্য সুবিধা পান। ইনভেস্টিগেটিভ রিপোর্টারস অ্যান্ড এডিটরস (আইআরই), অস্ট্রেলিয়ার নিলসন ইনস্টিটিউট, নরওয়ের স্কুপ, ইউনেসকো, গ্লোবাল ইনিশিয়েটিভ অ্যাগেইনস্ট ট্রান্সন্যাশনাল অর্গানাইজড ক্রাইম এবং অন্যদের সঙ্গে যোগ দিন। আরও তথ্যের জন্য এখানে যোগাযোগ করুন।
আমরা কিছুদিনের মধ্যে রেজিস্ট্রেশন পেজ চালু করতে যাচ্ছি। কিছু মিস করতে না চাইলে আমাদের ফলো করুন টুইটারে @gijnbangla এবং সাবস্ক্রাইব করুন নিউজলেটার।
আশা করি দেখা হবে #GIJC21 সম্মেলনে!