প্রবেশগম্যতা সেটিংস

Photo: Smaranda Tolosano for GIJN

লেখাপত্র

বিষয়

বৈশ্বিক সহযোগিতা ও কৃত্রিম বুদ্ধিমত্তা: অনুসন্ধানী সাংবাদিকতার ভবিষ্যৎ গতিপথ 

আর্টিকেলটি পড়ুন এই ভাষায়:

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্পর্কে জানা ও আন্তর্জাতিক সহযোগিতা গড়ে তোলা, কীভাবে সাংবাদিকদের ডিজিটাল বিশ্বের বিবর্তনের গতির সঙ্গে খাপ খাইয়ে নিতে সাহায্য করতে পারে তা নিয়ে ১৩ তম গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম কনফারেন্সের (জিআইজেসি) একটি প্যানেলে, তিনজন বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেছেন গোথেনবার্গ বিশ্ববিদ্যালয়ের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন স্টাডিজের সহযোগী অধ্যাপক জেনি উইক

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে রিপোর্টিংয়ের শুরু যেখান থেকে

জিআইজেসি২৩ এর প্যানেলিস্ট, সান ফ্রান্সিসকোভিত্তিক গ্যারেন্স বার্ক বলেন, এআই কোম্পানিগুলো কেবল ল্যাপটপ আর মোবাইল ফোনেই নয়, বাইরের বিলবোর্ড বিজ্ঞাপনেও স্থান করে নিচ্ছে।

 অ্যাসোসিয়েটেড প্রেসের যে দলটি কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষমতা ও প্রভাব নিয়ে অনুসন্ধান করে, তার নেতৃত্ব দেন বার্ক। তিনি বলেন, অনুসন্ধানী সাংবাদিকতার জন্য এআইকে পরীক্ষা-নিরীক্ষার দৌঁড়ে নেতৃত্ব দেওয়ার রোমাঞ্চকর সময় এখনই।

“বর্তমান (এআই) মডেলগুলো তো আর নিজেদের নিয়ে অনুসন্ধান করবে না। আমাদের অনেক দেশে চিন্তার ক্ষেত্রে সাংবাদিকতা যতটা অগ্রসর, এসব টুলকেন্দ্রিক নীতিমালা তার চেয়ে অনেক পেছনে পড়ে আছে,” বার্ক বলেন।

অনেক সাংবাদিক হয়ত এআই নিয়ে অনুসন্ধান শুরু করতে দ্বিধাগ্রস্ত, কিন্তু বার্ক জোর দিয়ে বলেছেন, যে কোনও অনুসন্ধানের শুরুতে যে ধরনের কৌতূহল প্রয়োজন হয়, অ্যালগরিদমের দুনিয়াকে বোঝার জন্যেও সূচনা বিন্দু সেই একই।

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে রিপোর্টিং যেভাবে শুরু করবেন

এআই নিয়ে কাজ শুরুর জন্য বার্ক দরকারী কিছু নির্দেশনা ও পরামর্শ দিয়েছেন:

  • ঝাঁপিয়ে পড়ুন। কৃত্রিম বুদ্বিমত্তা সম্পর্কে জানার উপায় হিসেবে চ্যাটজিপিটির মতো এআই টেক টুল ব্যবহার করার পরামর্শ দিয়েছেন বার্ক। তার মতে, এটি আপনার কাজকে সহজ করতেও কাজে আসবে। কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে ধারণা থাকলে পরবর্তীতে এইআই ঘিরে কত ব্যাপক অনুসন্ধান করা যায় তা চিন্তা করা সহজ হবে।
  • সাংবাদিকতার মৌলিক নীতিগুলো, এখানেও একইভাবে প্রয়োগ করুন এআই নিয়ে কাজ করার সময়, সাংবাদিকদের যেকোন প্রতিবেদনের জন্য ঘুরেফিরে একই প্রশ্ন করা উচিত: এ টুলগুলো কীভাবে কাজ করে? এগুলো কতটা কাজের? এখান থেকে কারা উপকৃত হচ্ছে? কারা টাকা কামাচ্ছে?
  •  এপি স্টাইলবুক-এর সর্বশেষ সংস্করণ পড়ুন। এআই অনুসন্ধান খানিকটা কঠিন, সেজন্য ডেটা সায়েন্সে স্বচ্ছন্দ হওয়া প্রয়োজন। তবে বার্কের মতে, “এর মানে এই নয় যে শুরু করার জন্য আপনাকে পিএইচডি করতে হবে।” এপি স্টাইলবুকের সর্বশেষ সংস্করণে একটি এআই নির্দেশিকা এবং কাজ শুরুর কিছু মৌলিক নির্দেশনা রয়েছে। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির জন এস. নাইট জার্নালিজম ফেলোশিপ সেন্টারের জন্য ২০২০ সালে কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর একটি নির্দেশিকা তৈরিতে নেতৃত্ব দেন বার্ক।

প্রতিযোগিতা থেকে সহযোগিতা

পানামা পেপারসের মতো আন্তর্জাতিক সহযোগিতামূলক অনুসন্ধানের মাধ্যমে সাংবাদিকরা দেশের গণ্ডি বা সীমান্তের বাধা অতিক্রম করে দেখিয়ে দিয়েছেন যে তথ্য, উপাত্ত এবং দক্ষতা ভাগাভাগি কতটা প্রভাব ফেলতে পারে।

“সহযোগিতামূলক কাজের বিকাশমান ক্ষেত্রে অবশ্যই এখনও অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে, তবে আমি বলব বিষয়টি এখন আর শৈশবকালে নেই’’ বলেন প্যানেলিস্ট হেইজেল শেফিল্ড, যিনি অলাভজনক সংস্থা অ্যারেনা ফর জার্নালিজমে আন্তঃসীমান্ত সহযোগিতামূলক সাংবাদিকতার দক্ষতা উন্নয়নে নেতৃত্ব দেন।

অ্যারেনায় কাজ করার আগে, শেফিল্ড এস্তোনিয়ার বনে ইউরোপের পুনঃনবায়নযোগ্য জ্বালানি শক্তির ওপর ভর্তুকির প্রভাব সম্পর্কে আটটি দেশে মানি টু বার্ন নামে একটি আন্তর্জাতিক অনুসন্ধান সমন্বয় করেন। এই ধারাবাহিক গার্ডিয়ান, ডাই জেইট অনলাইন এবং পাবলিকোসহ দশটি গণমাধ্যমে প্রকাশিত হয়।

শেফিল্ড জোর দিয়ে বলেন, পরিবেশের মতো জটিল বিষয়কে ঘিরে বিভিন্ন আন্তঃবিভাগীয় দক্ষতা, শিক্ষা ও জ্ঞান প্রয়োজন। এটি বিজ্ঞানী বা গবেষকদের সঙ্গে শুধু সোর্স হিসাবে নয়, বরং প্রকাশনা সহযোগী হিসাবে কাজের সুযোগ করে দেয়। এর ফলে একাডেমিক গবেষণার ফলাফলকে আরও বিস্তৃত পরিসরে ছড়িয়ে দেওয়া যায়।

“সহযোগিতা হচ্ছে যোগাযোগের একটি মাধ্যম, আন্তঃসাংস্কৃতিক যোগাযোগের এক ধরনের সফ্ট স্কিল বা দক্ষতা। সাংবাদিকদের জন্য এ দক্ষতা আয়ত্ত করা অনেকটাই কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তথ্য অনুসন্ধান কিংবা সাক্ষাৎকার গ্রহণ কৌশল শেখার মতোই গুরুত্বপূর্ণ,’’ বলেন শেফিল্ড।

সহযোগিতামূলক ক্রসবর্ডার অনুসন্ধান শুরুর টিপস

বিভিন্ন দেশে রিপোর্টিং প্রকল্প পরিচালনার উত্তম চর্চাগুলো তুলে ধরেন শেফিল্ড। 

সুইডিশ পাবলিক ব্রডকাস্টিং (এসভিটি) এর পুরস্কারজয়ী টেলিভিশন শো, মিশন ইনভেস্টিগেটের অনুসন্ধানী প্রতিবেদক ও প্রযোজক জোয়াকিম ডিফভারমার্ক সাড়া জাগানো ঘটনা উন্মোচনের পাশাপাশি বিপুল সংখ্যক ডেটা নিয়ে কাজ করেন।

পানামা পেপারস অনুসন্ধানের কারণে ২০১৭ সালে এমির জন্য মনোনীত হন ডিফভারমার্ক। তার এ অনুসন্ধানী প্রতিবেদন পরবর্তীতে আইসল্যান্ডের প্রধানমন্ত্রীর পদত্যাগে প্রভাবক হিসেবে কাজ করেছে।

তিনি  প্রযুক্তি সৃষ্ট অপতথ্য ও জাল নথির চলমান বিপদ সম্পর্কে সাবধান থাকতে বলেছেন। এবং জুতো ক্ষয় করা মাঠ সাংবাদিকতাকে প্রতিস্থাপনকারী ডিজিটাল টুলের বিরুদ্ধেও সতর্ক করেছেন।

“আমার প্রায় ত্রিশ বছরে [সাংবাদিকতায়], আমি দেখেছি আপনি যখন চিরায়ত সাংবাদিকতার সঙ্গে একটি উন্নত প্রযুক্তিগত টুল ও সোর্সের সংযোগ ঘটাবেন— তখনইি এটি শক্তিশালী হয়ে উঠবে’’— তিনি বলেন।

“আপনাকে গণ্ডির বাইরে বেরুতে হবে। মানুষের বুদ্ধিমত্তা অনুসন্ধান ও প্রযুক্তির সঙ্গে এর সংযোগ ঘটাতে একটি বৃহৎ নেটওয়ার্ক তৈরি করতে হবে, ” ডিফভাররমার্ক যোগ করেন।

স্বচ্ছতা দিয়ে সাংবাদিকতায় আস্থা হ্রাস প্রতিরোধ

এ অধিবেশনের পর, সাংবাদিকতার প্রতি পাঠক-দর্শকদের আস্থা হ্রাসের মতো অন্যান্য হুমকির নিয়ে প্যানেলিস্টদের সঙ্গে কথা বলে জিআইজেএন।

বার্কের মতে, ভবিষ্যতের সাংবাদিকতায়, একটি অনুসন্ধানী প্রতিবেদন তৈরির সময় পর্দার আড়ালে যা ঘটছে তা যদি জনসাধারণকে জানানো যায়, তবে তা আস্থা পুনঃনির্মাণ করতে সাহায্য করতে পারে।

“আমি মনে করি স্বচ্ছতাই আসল চাবিকাঠি। আমাদের গবেষণা, আমাদের রিপোর্টিং, আমাদের পদ্ধতি, আমরা যে টুল ব্যবহার করি, আমরা কীভাবে এটি করেছি সে সম্পর্কে আরও [পাঠকদের] বলার পরিবর্তে, কাজগুলো দেখাতে হবে। তাহলে তারা অনুভব করতে সক্ষম হবে যে, আমরা আমাদের অনুসন্ধানে যা প্রকাশ করছি সেটি বোঝার ক্ষেত্রে তাদেরও কিছু দায়বদ্ধতা রয়েছে,” বার্ক বলেন।

ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধীনে আমাদের লেখা বিনামূল্যে অনলাইন বা প্রিন্টে প্রকাশযোগ্য

লেখাটি পুনঃপ্রকাশ করুন


Material from GIJN’s website is generally available for republication under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International license. Images usually are published under a different license, so we advise you to use alternatives or contact us regarding permission. Here are our full terms for republication. You must credit the author, link to the original story, and name GIJN as the first publisher. For any queries or to send us a courtesy republication note, write to hello@gijn.org.

পরবর্তী

Investigating AI Audio Deepfakes

টিপশীট গবেষণা পরামর্শ ও টুল

২০২৪ সালের নির্বাচন ঘিরে হুমকি এআই অডিও ডিপফেক সনাক্ত ও অনুসন্ধান করবেন কীভাবে

২০২৪ সালে বিশ্বজুড়ে অনুষ্ঠিত হচ্ছে গুরুত্বপূর্ণ সব জাতীয় নির্বাচন। এবং এসব নির্বাচনের জন্য হুমকি হয়ে উঠতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি অডিও ডিপফেক। পড়ুন, এমন ডিপফেক কীভাবে সনাক্ত করবেন এবং সেগুলোর নেপথ্যে থাকা ব্যক্তি, নেটওয়ার্ক নিয়ে কীভাবে অনুসন্ধান করবেন।

পরামর্শ ও টুল

ত্রুটিপূর্ণ ও ভুয়া একাডেমিক গবেষণা নিয়ে কীভাবে কাজ করবেন

একাডেমিক গবেষণাপত্রের ওপর ভিত্তি করে শিক্ষা, স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন ইত্যাদি বিষয়ে নেওয়া হয় গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত। ফলে ত্রুটিপূর্ণ ও ভুয়া গবেষণা অনেক সময় তৈরি করতে পারে নেতিবাচক প্রভাব। পড়ুন, কীভাবে এমন ত্রুটিপূর্ণ গবেষণা নিয়ে অনুসন্ধান করতে পারেন।

গাইড পরামর্শ ও টুল

প্রতিবন্ধীদের নিয়ে অনুসন্ধানের রিপোর্টিং গাইড: সংক্ষিপ্ত সংস্করণ

জাতিসংঘের মতে, প্রতিবন্ধী ব্যক্তিরা হচ্ছেন বৃহত্তম বিভক্ত সংখ্যালঘু জনগোষ্ঠী। কার্যত প্রতিটি রিপোর্টিং বীটেই প্রতিবন্ধী বিষয়ক দৃষ্টিকোণ থেকে আলোচনা বা কাজ করার সুযোগ রয়েছে।

Using Social Network Analysis for Investigations YouTube Image GIJC23

পরামর্শ ও টুল

অনুসন্ধানী সাংবাদিকতায় শক্তিশালী টুল সোশ্যাল নেটওয়ার্ক অ্যানালাইসিস

ডেটা-চালিত সাংবাদিকতার যুগে, বিভিন্ন বিষয়কে একসঙ্গে যুক্ত করার মাধ্যমে যুগান্তকারী সব তথ্য উন্মোচন করা সম্ভব। সোশ্যাল নেটওয়ার্ক অ্যানালাইসিস (এসএনএ) ঠিক এমন একটি কৌশল, যা ব্যবহার করে অনুসন্ধানী সাংবাদিকেরা ঠিক এ কাজটিই করতে পারেন।