নাগরিক যখন অনুসন্ধানী সাংবাদিক: চারপাশের বিষয় নিয়ে অনুসন্ধান করবেন কীভাবে
কোনো বিষয় নিয়ে অনুসন্ধান করা কী শুধু সাংবাদিকেরই এক্তিয়ার? মোটেও না। চারপাশে ঘটে যাওয়া অনেক ঘটনা নিয়ে যে কারো মনে জাগতে পারে হাজারো প্রশ্ন। আর সেগুলো নিয়ে অনুসন্ধানেও নেমে পড়তে পারেন নাগরিকরা। ঠিক যেমনটা করেছেন স্পেনের কিছু নাগরিক। কিন্তু কিভাবে করা যায় সেসব অনুসন্ধান? জানাচ্ছেন, নাগরিক অনুসন্ধানী সাংবাদিকরা।
এমবেড করার জন্য এই ইউআরএল কপি করে আপনার ওয়ার্ডপ্রেস সাইটে পেস্ট করুন।
এমবেড করার জন্য এই কোড কপি করে আপনার সাইটে পেস্ট করুন